ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দেল কারিম খালাফ ১৬ আগস্ট স্বীকার করেছেন, ১৪ আগস্ট রাতে ইরাকের উত্তরাঞ্চলে পর পর চারটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঘটেছে। এতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
২০০৩ সালে ইরাক যুদ্ধের পর একটি হামলায় হতাহতের সংখ্যা এটি সবচেয়ে বেশি।
হামলার পর ইরাক সরকারের একজন কর্মকর্তা বলেছেন, এই চারটি বিস্ফোরণের সবকটিই কুর্দিদের একটি প্রাচীন ধর্মীয় গোষ্ঠী "ইয়াজিদি" অধ্যুষিত অঞ্চলে ঘটেছে। ফলে বুঝা যাচ্ছে যে, এবারের হামলা স্পষ্টভাবে তাদের বিরুদ্ধেই হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী মনে করে, ইরাকের "আল-কায়েদা সংস্থা" এবারের হামলা ঘটনার জন্য দায়ী ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৬ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে এবারের হামলায় বিস্ময় ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। বিবৃতিতে ইরাকের সংশ্লিষ্ট পক্ষকে শীগগিরি সংঘর্ষ বন্ধ করে সংলাপের মাধ্যমে আপোষ বাস্তবায়ন করা এবং ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের সংহতি, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়ন করার তাগিদ দেয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র পর্তুগাল ১৬ আগস্ট ই.ইউর পক্ষ থেকে একটি ইস্তাহার প্রকাশ করে এবারের বিস্ফোরণ ঘটনার তীব্র নিন্দা করেছে এবং ইরাকের বিভিন্ন পক্ষের কাছে অব্যাহতভাবে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|