v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-17 16:03:18    
হু চিন থাও-পুতিনের সাক্ষাত্(ছবি)

cri

    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    দু'দেশের শীর্ষ নেতা চীন ও রাশিয়ার সম্পর্কের গভীর মূল্যায়ন করেছেন। তাঁরা উভয়েই মনে করেন, চীন ও রাশিয়ার সম্পর্ক দ্রুত বিকশিত হয়েছে এবং দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা নিরন্তরভাবে গভীরতর হয়েছে। দু'পক্ষ দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার কথা ব্যক্ত করেছে।

    সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, এই বছরের দ্বিতীয়ার্ধে চীন ও রাশিয়ার পাঁচটি ক্ষেত্রে প্রচেষ্টা চালানো উচিত। প্রথমতঃ সময়মতো দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করা। দ্বিতীয়তঃ ভালোভাবে "রাষ্ট্রীয় বর্ষ" কর্মসূচীর সারসংকলন করা। তৃতীয়তঃ অংশোধিত তেলের পাইপ লাইন নির্মাণ ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পের আলোচনার প্রক্রিয়া দ্রুততর করা। চতুর্থতঃ চীন ও রাশিয়ার স্থানীয় সহযোগিতা সংক্রান্ত মাঝারী ও দীর্ঘকালীন পরিকল্পনা প্রণয়ন করা। পঞ্চমতঃ সীমান্ত এলাকা অতিক্রম করা পানি সম্পদ রক্ষার কাজ জোরদার এবং যুক্তিযুক্তভাবে তা ব্যবহার করবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি স্বাক্ষর করা যায়।

    পুতিন হু চিন থাওয়ের উপর্যুক্ত প্রস্তাব সমর্থন করেন। তিনি বলেছেন, দু'দেশের সংশ্লিষ্ট বিভাগের উচিত রাশিয়া ও চীনের প্রতিবেশীসুলভ বন্ধুত্বপুর্ণ সহযোগিতা চুক্তিকে আরো বাস্তবভাবে কার্যকর করা, রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চল ও চীনের উত্তর-পূর্বাঞ্চলের বিনিময় ও সহযোগিতা জোরদার করা, জ্বালানি সম্পদ ও বিদ্যুত্সহ নানা ক্ষেত্রের সহযোগিতা আরো ত্বরান্বিত করা। (ইয়ু কুয়াং ইউয়ে)