১৬ আগষ্ট পাকিস্তানের গণ মাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহর এদিন উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতীয় অঞ্চলে বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে ২ জন নিহত এবং চার জন আহত হয়েছে।
এই গাড়ি বহর আফগানিস্তানের সীমান্ত অঞ্চলের কাছাকাছি বোমা হামলায় শিকার হয়। যখন গাড়ি বহর উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশাহের কাছ দিয়ে যাচ্ছিল, তখন সশস্ত্র ব্যক্তিরা হঠাত্ রাস্তার পাশের বোমার বিষ্ফোরণ ঘটায়। ফলে নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্য নিহত এবং চার জন আহত হয়। নিরাপত্তা রক্ষীরা পাল্টা অভিযান চালিয়ে কয়েক জন সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পাকিস্তান সরকার এ বছরের জুলাই মাসের প্রথম দিকে রাজধানী ইসলমাবাদের লাল মসজিদের উপর সামরিক অভিযান চালানোর পর উত্তর ওয়াজিরিস্তানের সশস্ত্র ব্যক্তিরা গত বছরের সেপ্টেম্বর মাসে সরকারের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তি ভেঙ্গে দেয়ার কথা ঘোষণা করেছে। (লিলি)
|