ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ১৬ আগষ্ট একটি নতুন রাজনৈতিক জোট প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন। ইরাকের শিয়া সম্প্রদায় ও কুর্দিশদের নিয়ে তা গঠিত হবে। সুন্নি সম্প্রদায় এই জোটে যোগ দিতে অস্বীকার করে।
ইরাকের বিভিন্ন রাজনৈতিক সম্প্রদায়ের তিন দিনব্যাপী আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তালাবানি স্বীকার করেন, ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশিমির নেতৃত্বাধীন ইরাকের বৃহত্তম সুন্নী সম্প্রদায়, ইরাকের ইসলামিক পার্টি এই নতুন রাজনৈতিক জোটে যোগ দিতে অস্বীকার করে। পাশাপাশি জালাল তালাবানি বলেন, রাজনৈতিক সম্প্রদায়ের নতুন জোটের দুয়ার তবুও সুন্নী সম্প্রদায়ের জন্য খোলা থাকবে।
প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এদিন বলেছেন, রজনৈতিক সম্প্রদায়ের নতুন জোট নির্মাণ হচ্ছে ইরাকের বর্তমান রাজনৈতিক সংকট প্রশমিত করার প্রথম পদক্ষেপ। (লিলি)
|