এ বছরের প্রথমার্ধে চীনের কৃষি দ্রব্যের আমদানী ও রপ্তানির মোট মূল্য ৩৫.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অনুরূপ সময়ের তুলনায় তা ১৬ শতাংশ বেশী। কৃষি দ্রব্যের বাণিজ্য ঘাটতি ৬০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
১৫ আগষ্ট চীনের কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
খবরে জানা গেছে, এ বছরের প্রথমার্ধে চীনের ভূট্টার রপ্তানি বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমদানি কমে গেছে। গোয়ালের দ্রব্যের বাণিজ্য ঘাটতি স্পষ্টভাবেই সম্প্রসারিত হয়েছে এবং মত্স্য দ্রব্যের বাণিজ্যিক উদ্বৃত্তও স্থিতিশীলভাবে বৃদ্ধি হচ্ছে। পরিসংখ্যান থেকে আরো দেখা গেছে, এ বছরের প্রথমার্ধে উত্তর অ্যামেরিকা, এশিয়া, দক্ষিণ অ্যামেরিকা এবং ইউরোপ চীনের কৃষি দ্রব্যের প্রধান আমদানীকারী বাজার।
গত বছর চীনের কৃষি দ্রব্যের আমদানি ও রপ্তানির মোট মূল্য ৬৩ বিলিয়ন মার্কিন ডলার এবং কৃষি দ্রব্যের বাণিজ্যিক ঘাটতি ৬৭ কোটি মার্কিন ডলার ছিল। (লিলি)
|