চীনের কিশোর উন্নয়ন তহবিল সংস্থার উদ্যোগে বিরাট আকারের কল্যাণমূলক হাটা তত্পরতা ১৫ আগস্ট পেইচিংয়ে শুরু হয়েছে । এ সংস্থা এ তত্পরতার মাধ্যমে সমাজের বিভিন্ন মহলের কাছ থেকে কিছু চাঁদা সংগ্রহ করতে চায় , যাতে চীনের গ্রামাঞ্চলের দরিদ্র এলাকাগুলোর আশা স্কুলের জন্যে কিছু ক্রীড়া সরঞ্জাম যোগাড় করা সম্ভব হয় ।
উল্লেখ্য যে , ১৮ বছর আগে চীনের কিশোর তহবিল সংস্থা আশা প্রকল্প চালু করে । গত ১৮ বছরে এ প্রকল্পের কল্যাণে চীনের গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের ৩০ লাখেরও বেশি ছাত্রছাত্রী সহায়তা পেয়েছে এবং ১৩ হাজারেরও বেশি আশা স্কুল নির্মিত হয়েছে । অথচ এক জরীপ থেকে জানা গেছে , প্রায় অর্ধেক আশা স্কুলে খেলা করার কোনো বিশেষ ব্যবস্থা নেই । এজন্যে চীনের কিশোর তহবিল সংস্থা এ কল্যাণমূলক হাটা তত্পরতার আয়োজন করেছে । এ তত্পরতা আগামী অক্টোবর মাসে শুরু হবে ।
এ সংস্থা বলেছে ,. আগামী তিন বছরের মধ্যে চীনের প্রতিটি আশা স্কুলের জন্যে একসেট করে মানসম্পন্ন ক্রীড়া সরঞ্জাম যোগাড়ের জন্যে তারা আরো কিছু কার্যক্রম গ্রহণ করবে ।
|