চীন-আসিয়ান মেলা সচিবালয়ের উপ-মহাসচিব চেং চুনচিয়েন ১৪ আগষ্ট নাননিং শহরে বলেছেন, চতুর্থ চীন-আসিয়ান মেলার সময়কালে ধারাবাহিক গুরুত্বপূর্ণ ফোরাম ও বিশেষ তত্পরতা আয়োজিত হবে বলে প্রদর্শনীর সুষ্ঠু আয়োজন সুনিশ্চিত করার জন্যে চতুর্থ চীন-আসিয়ান মেলা অনুষ্ঠানের তারিখ ২৮-৩১ অক্টোবরে পিছিয়ে দেয়া হয়েছে। এর আগে মেলা ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানের কথা ছিল।
চেং চুনচিয়েন আরো বলেন, একই সময় অনুষ্ঠিত চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বিষয়ক শীর্ষ সম্মেলন, চীন -আসিয়ানের বন্দরের উন্নয়ন ও সহযোগিতা ফোরামসহ বিভিন্ন তত্পরতার সময়ও সুবিন্যস্ত করা হয়েছে।
চীন ও আসিয়ানের দশটি দেশের যৌথ উদ্যোগে চীন-আসিয়ান মেলা অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের পর প্রতি বছর চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে অনুষ্ঠিত হয়। (লিলি)
|