পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ১৪ আগস্ট ইসলামাবাদে আবার ঘোষণা করেছেন , পাকিস্তান যে কোনো অবস্থায় বিদেশী বাহিনীকে পাকিস্তানে প্রবেশ করে সামরিক তত্পরতা চালাতে দেবে না ।
এদিন পাকিস্তানের ৬০তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের এক অনুষ্ঠানে আজিজ বলেন , সন্ত্রাসবাদ দমনের জন্যে পাকিস্তান তার সমস্ত সম্পদকে কাজে লাগাবে । পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সংগে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক ।
কাশ্মির সমস্যা সম্পর্কে আজিজ বলেন , কাশ্মিরী জনগণের আকাংক্ষা অনুসারে কাশ্মির সমস্যার সমাধান করা উচিত । পাকিস্তান এ নীতিগত অবস্থানে অবিচল থাকবে ।
|