v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-14 19:23:20    
সুললিত মঙ্গোলিয় জাতির লোকসংগীত

cri

    শ্রোতাবন্ধুরা, একটি সুললিত ও আরামভোগী মঙ্গোলিয় জাতির লোকসংগীত "বিস্তীর্ণ তৃণভূমি" আমাদেরকে অন্তঃর্মঙ্গোলিয়ার তৃণর্ভূমিতে নিয়ে গেছে। সেখানে ঢেউ এর মতো ঘোড়াদল, মন খোলা পশুপালক, মোটা ছাগল ও মঙ্গোলিয় জাতির বিশেষ বাদ্যযন্ত্র মাথাও ছিনের মধুর স্বরআছে।

    মঙ্গোলিয় জাতির লোকসংগীতের ইতিহাস সূদীর্ঘকালের। এর জন্ম ও বিকাশ তৃণভূমি ও মঙ্গোলিয় জাতির পশুপালন জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মঙ্গোলিয় জাতির লোকেরা বংশোপরম্পরায় তৃণভূমিতে বসবাস করেন। তারা ফেল্ট দিয়ে নির্মিত ঘরে জন্মগ্রহণ করেন, ঘোড়ার পিঠে বড় হয়। প্রাকৃতিক পরিবেশ ও জীবনযাপনের শর্ত মঙ্গোলিয় জাতিকে সোনালী কণ্ঠ উপহার করে। তাদের গান আকাশে বাজপাখির সঙ্গে উড়ে বেড়ায়, তৃণভূমিতে সুন্দর ঘোড়ার সঙ্গে দৌঁড়ে। গানে তাদের বিস্তীর্ণ মন ও উজ্জ্বল জীনের প্রতি তাদের প্রত্যাশা প্রতিফলিত হয়। এখন শুনুন মঙ্গোলিয় জাতির লোকসংগীত "তামাটে বাজপাখি"। গানের কথা এমনি, "বাজপাখি প্রবল পাখা দিয়ে উড্ডয়ন করে। তরুণ জীবনের সময় নষ্ট করো না।"

    মঙ্গোলিয় জাতির লোকসংগীতের মধ্যে দীর্ঘ সুর ও স্বল্প সুর অন্তর্ভুক্ত। দীর্ঘ সুর লোকসংগীতের বৈশিষ্ঠ্য হচ্ছে অতি উচু ও বিস্তীর্ণ সুর ও স্বাধীন ছন্দ। গায়ক প্রায়শই কম্পন সুর, কৃত্রিম সুর ও সত্য সুর মিলে গান গায়। তা শুনুন তৃণভূমির গভীর জীবনযাত্রার তথ্য পায়। এখন আপনারা শুনুন ব্যাপক জনপ্রিয় একটি দীর্ঘ সুর মঙ্গোলিয় লোকসংগীত "পশুপালনের গান"। গানে তৃর্ণভূমির সুন্দর দৃশ্য ও পশুপালকদের স্বদেশের ওপর ভালোবাসা ও প্রশংসার অনুভূতি বর্ণনা করা হয়েছে।

    গানের কথা এমনি, "নীল আকাশে সাদা মেঘ ভাসছে। সাদা মেঘের নিচে সাদা রংয়ের ছাগলগুলো চলছে। এত বেশি ছাগল সারা রুপার মতো তৃণভূমিতে ছড়িয়ে পরে কত সুন্দর লাগে।"

    জেনগিস খান হচ্ছেন দ্বাদশ শতাব্দীর শেষ দিক থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত দেশি-বিদেশি নাম করা মঙ্গোলিয় জাতির একজন মহা বীর। তিনি মঙ্গোলিয় জাতির বিভিন্ন সম্প্রদায়কে একত্রী করেন এবং ইউয়ান রাজবংশের প্রতিষ্ঠার জন্য ভিত্তি স্থাপন করেন। তার সফল প্রশংসার উদ্দেশ্যে একটি লোকসংগীত আছে। এর নাম "জেনগিস খানের সংকীর্তন"। বন্ধুরা, আমরা একসাথে এই গানটি শুনি।

    যারা তৃণভূমিতে গিয়েছে, তাদের অবশ্যই মনে রাখবেন মঙ্গোলিয় জাতির জনগণের খোলা মন ও প্রাণবন্ত চরিত্র। মঙ্গোলিয় জাতির লোকেরা গান গেয়ে সূদুর থেকে আসা অতিথিদের অভ্যর্থনা করেন। গানের তালে তালে স্বদেশের প্রতি ভালোবাসা ও আত্মীয়স্বজনের প্রতি চিন্তাভাবনার গভীর ভাব রয়েছে।

    এখন আপনারা "সোনালী পবিত্র পাহাড়" নামে গানটি শুনছেন। গানে লোকজন স্বদেশ ত্যাগ করার পর যত তাড়াতাড়ি সম্ভব স্বদেশে ফিরে গিয়ে দিন রাত মনে পড়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশিত হয়েছে। গানে কথা এমনি, "সোনালী রংয়ের পবিত্র পাহাড় অতিক্রম করা যায় না। তবে আমার গান তা অতিক্রম করা যায়। গানের সুরের মাধ্যমে আমি আবার মায়ের কোলে ফিরে এসেছি।"

    মঙ্গোলিয় জাতির লোকসংগীতের মধ্যে স্বল্প সুরের প্রতিনিধিত্বকারী গানটি হচ্ছে "শেনচিদেমা"। "শেনচিদেমা" হচ্ছে একজন মঙ্গোলিয় জাতির মেয়ের নাম। গানে একজন যুবক শেনচিদেমার প্রতি নিজের প্রেমের কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা এমনি, "সুন্দর মেনচিদেমা, আমার মনে একটি ফুল। গোটা তৃণভুমিতে আমি তোমাকে খুঁজি, কেবল আমার মনের কথা তোমাকে বলতে চাই। সুন্দর শেনচিদেমা , আমার মনে ফুটানো ফুল। তোমার প্রতি আমার ভালবাসা সাদরের মতো গভীর। তুমি হচ্ছে আমার স্মরণীয় ফুল।"

    মঙ্গোলিয় জাতির সংগীতের মধ্যে হুমাই নাম সুর সবচেয়ে কঠিন। এই ধরনের সুরের কৌশলও খুব জটিল।

    বন্ধুরা, এখন আপনারা হুমাই পদ্ধতিতে গাওয়া একটি গান শুনছেন। একজন গায়ক কন্ঠকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে অতি উচু ও নিম্ন সুর গেতে পারেন। এটা হচ্ছে মঙ্গোলিয় জাতির বৈশিষ্ট্য প্রাচিন ও রহস্যময় গানের কৌশল। (ইয়ু কুয়াং ইউয়ে)