v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-14 19:22:07    
পেইচিং অলিম্পিক গেমসের সরকারী চলচ্চিত্র তৈরীর কাজ শুরু

cri
    আগামী বছরের আগষ্ট মাসে অলিম্পিক গেমস চীনের রাজধানী পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত সরকারী চলচ্চিত্র তৈরীর প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে , আগামী বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে তৈরীর কাজ শুরু হবে ।

    ১৯১২ সালে অলিম্পিক গেমস সুইডেনের স্টকহোমে শুরু হয় । সেই বছর অলিম্পিক গেমস সম্পর্কিত প্রথম সরকারী চলচ্চিত্র তৈরী হয়। তখন থেকেই অলিম্পিক গেমস সম্পর্কিত সরকারী চলচ্চিত্র তৈরী অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ ও মর্যাদায় পরিণত হয়েছে । অলিম্পিক গেমসের সরকারী চলচ্চিত্রের প্রধান ভূমিকা হলো অলিম্পিক গেমসের প্রক্রিয়াকে চিত্রায়িত করা ,সেই বছরের অলিম্পিক গেমসের চিত্তাকর্ষক প্রতিযোগিতাগুলো ও মনমুগ্ধ কাহিনী রেকর্ড করা । কাজেই এ ধরনের চলচ্চিত্রের ঐতিহাসিক তথ্যগুলো মূল্যবান ।

    ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কেও একটি সরকারী চলচ্চিত্র তৈরী করা হবে । এটা হবে অলিম্পিক গেমসের ইতিহাসের ২২তম সরকারী চলচ্চিত্র । বতর্মানে এ চলচ্চিত্রের আলোকচিত্র শিল্পী দল গঠিত হয়েছে , এ চলচ্চিত্রের পরিচালক কু ইউন হলেন চীনের কেন্দ্রীয় প্রামান্য চলচ্চিত্র স্টুডিওর পরিচালক । তিনি বলেছেন ,অলিম্পিক গেমস সম্পর্কিত সরকারী চলচ্চিত্র আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি , উদ্যোক্তা শহরের অলিম্পিক গেমস কমিটি ও সেই দেশের প্রতিনিধিত্ব করে । তাই এই চলচ্চিত্র সাধারণ প্রামান্য চলচ্চিত্রের মতো হবে না ।এ চলচ্চিত্র সরকারের পক্ষ থেকে মত প্রকাশ করে ।

    কু ইউন বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসের সরকারী চলচ্চিত্রে প্রাচ্যের উপাদান মেশানো হবে । জানা গেছে , ২০০৮ অলিম্পিক গেমস সম্পর্কিত সরকারী চলচ্চিত্রে মশালবাহকদের মশাল হস্তান্তর , অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ,বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রস্তুতি ও বিভিন্ন প্রতিযোগিতা প্রতিফলিত হবে । এ চলচ্চিত্রে 'একটি বিশ্ব একটি স্বপ্ন'-এর মনোভাব , অলিম্পিক গেমসের মূল্যবোধ ও সামঞ্জস্যময় বিশ্ব গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করা হবে ।এই চলচ্চিত্রের নাম হবে ' পেইচিং অলিম্পিক গেমস' ।

    পরিকল্পনা অনুযায়ী , এই চলচ্চিত্রের আলোকশিল্পীরা আগামী বছরের মার্চ মাসে বিশ্বের পাঁচটি মহাদেশে যাবেন । তারা বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রস্তুতি এবং অলিম্পিক গেমসে অংশ নেয়ার কাহিনী সংগ্রহ ও চিত্রায়িতকরবেন । এ চলচ্চিত্রের প্রযোজক উ ছি বলেন ,এ চলচ্চিত্রে বিশ্বে সামঞ্জস্য প্রতিষ্ঠার আকাংখার কথা প্রতিফলিত হবে । তিনি বলেছেন , সামঞ্জস্য কোনো ফাকা বুলি নয়। সামঞ্জস্য হলো উদারতা । অলিম্পিক গেমসের মনোভাব উদারতার মনোভাব । বাস্তব জীবনে সশস্ত্র সংঘর্ষ ও যুদ্ধ বিদ্যমান , তবে অলিম্পিক গেমসে খেলোয়াড়রা শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা করেন । যদিও মধ্য প্রাচ্যের পরিস্তিতি শান্ত নয় , তবুও সেখানকার খেলোয়াড়দের প্রস্তুতি ও কাহিনী সংগ্রহ ও চিত্রায়িত করার জন্য আমরা মধ্য প্রাচ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।

    ২০০১ সালে অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পাওয়ার পর চীনের কেন্দ্রীয় প্রামান্য চলচ্চিত্র স্টুডিও ' ২০০১+৭' নামে একটি প্রামান্য চলচ্চিত্র তৈরী করতে শুরু করে । এ প্রামান্য চলচ্চিত্রের প্রধান কাজ হল পেইচিং অলিম্পিক গেমসের জন্য তথ্য যোগাড় ও অভিজ্ঞতা সঞ্চয় করা । এ চলচ্চিত্র এখন তৈরীর শেষ পর্যায়ে রয়েছে , আগামী বছরের জুলাই মাসে বিভিন্ন দেশে ও প্রেক্ষাগৃহে তা মুক্তি পাবে। এ প্রামান্য চলচ্চিত্রে সাত বছরে চীনের অলিম্পিক গেমস প্রস্তুতি চিত্রিত হয়েছে । এ চলচ্চিত্রের পরিচালক কু ইউন বলেছেন , ' ২০০১+৭' ছবিতে একটি স্থাপত্য , একটি পরিবার , একটি খেলার মাঠ , এক দল খেলোয়াড় ও একদল পুলিশের সাত বছরের জীবনের ধারা বণর্নার মাধ্যমে অলিম্পিক গেমসের শ্লোগান ' এক বিশ্ব এক স্বপ্ন' –এর মনোভাব প্রতিফলিত হয়।