জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল ইলাহ আল-খাতিব ১৩ আগষ্ট আম্মান সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারোর সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'নেতা ফিলিস্তিন-ইসরাইল শান্তিপূর্ণ আলোচনা ত্বরান্বিত ও জাপানের মধ্য-প্রাচ্যের শান্তিপূর্ণ প্রক্রিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।
খাতিব জোর দিয়ে বলেছেন, জর্দান জাপানের 'শান্তি ও সমৃদ্ধ পথের' পরিকল্পনাকে সমর্থন করে এবং যথাসম্ভব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও অর্থনীতির সমৃদ্ধির জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।
আসো তারো বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের শান্তিপূর্ণভাবে একসাথে থাকার পরিকল্পনা হল দু'দেশের সংঘর্ষ সমাধানের একমাত্র পদ্ধতি। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ভিত্তি হল অর্থনীতি। জাপান আশা করে, 'শান্তি ও সমৃদ্ধ পথের' পরিকল্পনা ফিলিস্তিনের অর্থনীতির উন্নয়ন এবং ফিলিস্তিন ও ইসরাইল পরস্পরের আস্থা ও মৈত্রী প্রতিষ্ঠায় সাহায্য করতে পারবে।
(ছাই ইউয়ে)
|