চীনের আবহাওয়া ব্যুরোর মহাপরিচালক চেং কোও কুয়াং ১৪ আগস্ট পেইচিংয়ে বলেছেন , বিশ্বের আবহাওয়ার উষ্ণায়নের পটভূমিকায় চীনের আবহাওয়া ব্যুরো নানা ধরণের বিপর্যয় নিবারণ ও প্রশমনের কাজ জোরদার করবে এবং বিশেষ করে চরম আবহাওয়ার দুর্যোগ প্রতিরোধ করবে ।
চেং কোও কুয়াং বলেন , আগামী ১০০ বছরে বিশ্বের আবহাওয়ার উষ্ণায়ন চলতে থাকবে । এটি প্রাকৃতিক পরিবেশ ও মানব জাতির বেঁচে থাকার পরিবেশের উপর বিরাট প্রভাব ফেলবে । যেসব দেশ আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে গুরুতরভাবে প্রভাবিত হবে , সেসব দেশের মধ্যে চীন অন্যতম ।
তিনি বলেন , চীনের আবহাওয়া ব্যুরোকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির উপর নির্ভর করে চরম আবহাওয়ার পর্যবেক্ষণ ও ভবিষ্যদ্বাণীর মান উন্নত করতে হবে । একই সময় প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনীতি ও সমাজের উপর আবহাওয়ার পরিবর্তনের প্রভাব ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে গবেষণা চালাতে হবে ।
একই দিন চীনের আবহাওয়া ব্যুরো আবহাওয়া মোকাবিলার একটি কার্যক্রমও প্রকাশ করেছে ।
|