চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ও পরিচালনা ব্যুরোর মহাপরিচালক লি ই চুং সোমবার বলেছেন , এ বছরের প্রথম ৭ মাসে সারা দেশে নিরাপদে উত্পাদনের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দুর্ঘটনাগুলোর সংখ্যা ও দুর্ঘটনায় নিহতদের সংখ্যা যথাক্রমে ২৩ ও ১৪ শতাংশ কমে গেছে ।
মধ্য চীনের হোনান প্রদেশের রাজধানী চেং চৌ শহরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট একটি সভায় লি ই চুং বলেন , পরবর্তী সময় জাতীয় নিরাপদে উত্পাদন তত্ত্বাবধান ও পরিচালনা ব্যুরো এবং বিভিন্ন বিভাগ সারা দেশে উত্পাদনের প্রক্রিয়ায় সম্ভাব্য বিপদ অনুসন্ধান ও নিরসনের বিশেষ অভিযান চালাবে , যাতে কার্যকরভাবে মারাত্মক দুর্ঘটনা নিবারণ ও রোধ করা যায় ।
লি ই চুং আরো বলেন , অবৈধ ও নিরাপদ উত্পাদনের অবস্থা না থাকা ছোটখাটো কয়লা খনির সংস্কার অথবা বন্ধ করা হবে । এ বছরের শেষ নাগাদ এ রকম ছোটখাটো কয়লা খনির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে ।
|