v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-14 16:52:16    
দক্ষিণ চীনের চানচিয়ান অঞ্চল একটানা মুষলধারে বৃষ্টির ফলে বন্যাকবলিত

cri

    গত কয়েক দিনে দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের চানচিয়ান অঞ্চলে দু শ' বছরের মধ্যেসবচেয়ে ভয়াবহ মুষলধার বৃষ্টি হয়েছে । ফলে ১১ লাখ অধিবাসী বন্যাকবলিত হয়েছে । বন্যাদুর্গতদের সাহায্য করে তাদের জীবন নিশ্চিত করার জন্য কুয়াং তুং প্রাদেশিক সরকার ও চানচিয়ানের স্থানীয় সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে ।

    চীনের উপকূলীয় অঞ্চলের হ্যারিকেন ' ফাপু ' ও ' প্রজাপতির' প্রভাবে ১০ থেকে ১২ আগষ্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব চীনের কুয়াং তুং প্রদেশের চানচিয়ান অঞ্চলে একটানা মুষলদারে বৃষ্টি হয়েছে । ফলে চানচিয়ান অঞ্চলে গুরুতর বন্যা দেখা দিয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চানচিয়ান অঞ্চলে মোট তিন হাজার ছ'শ বসত বাড়ী ধ্বসে পড়েছে , কিছু জলবিদ্যুত ও যাতায়াত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যা থেকে সৃষ্ট প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১.৬ বিলিয়ন ইউয়ান ।

     বন্যা দেখা দেয়ার পর কুয়াং তুং প্রদেশের গর্ভনর লি রোন কেন সঙ্গে সঙ্গেই দুর্গত অঞ্চলে গিয়েছেন । তিনি বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন , ত্রাণকাজ পরিচালনা করেন এবং বন্যাকবলিত অধিবাসীদের দেখতে যান । তিনি সংশ্লিষ্ট বিভাগকে দুর্গত অঞ্চলের অধিবাসীদের জীবনের চাহিদা মেটানোর নির্দেশ দিয়েছেন । তিনি বলেছেন , আমাদের অবশ্যই দুর্গত অঞ্চলের জনসাধারণের জীবনের চাহিদা মেটাতে হবে । যাতে তারা খাবার ও বিশুদ্ধ পানি পান , অস্থায়ীভাবে থাকার জায়গা পান এবং কাপড় ও চিকিত্সা পান । তিনি আরো বলেছেন , চানচিয়ান অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে যত তাড়াতাড়ি সম্ভব যাতায়াত ব্যবস্থা , পানি ও বিদ্যুত সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে , বন্যাদুর্গত অঞ্চলে সংক্রামক রোগ প্রতিরোধের কাজ সুসম্পন্ন করতে হবে এবং দুর্গত অঞ্চলের পুনর্নিমান ও উত্পাদন আবার শুরু করার জন্য অর্থ যোগাড় করতে হবে ।

    জানা গেছে , বন্যাকবলিত অঞ্চলের অধিবাসীদের সাহায্য করার জন্য চীনের যানবাহন মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর ব্যুরো দুর্গত অঞ্চলে হেলিক্প্টার পাঠিয়েছে । হেলিকপ্টারগুলো দুর্গত অঞ্চলে খাবার বিতরণ করেছে এবং পানিবন্দী অধিবাসীদের বাঁচিয়েছে । স্থানীয় সরকার দুর্গত অঞ্চলে অনেক ত্রাণকর্মী ও সৈনিক পাঠিয়েছে । এখন পর্যন্ত ত্রাণকর্মীরা মোট ৬ হাজার বন্যাবন্দী অধিবাসীকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছেন ।

    সি আর আইয়ের সংবাদদাতা চানচিয়ান অঞ্চলের লেইচৌ শহরের পেই হে মহকুমায় গিয়েছেন । লেইচৌ শহরের পেইহে মহকুমার বন্যা পরিস্থিতি সবচেয়ে গুরুতর । ত্রাণকর্মীদের সাহায্যে স্থানীয় অধিবাসীরা এখন নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে । সেখানে ত্রাণকাজ ঠিকমতো চলছে । স্থানীয় অধিবাসী কোন সিয়াও পিং সি-আর-আইয়ের সংবাদদাতাকে জানিয়েছেন , বন্যাকবলিত হওয়ার পরপরই তারা সরকারের দেয়া ত্রাণসামগ্রী পেয়েছেন । তিনি বলেছেন , সরকার সময়মতো আমাদের বিস্কুটসহ বিভিন্ন খাবার দিয়েছে । আমরা হেলিকপ্টারে পাঠানো খাবারও পেয়েছি । এখন আমাদের খাবারের অভাব নেই । আমরা কম্বল ও মাদুরও পেয়েছি । সরকার আমাদের সব প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছে । খাওয়া ও থাকা ছাড়া আমরা গায়ে দেয়ার কাপড়ও পেয়েছি।

     জানা গেছে , বর্তমানে চানচিয়ান অঞ্চলের অনেক অঞ্চলে যাতায়াত ব্যবস্থাএখনও চালু হয় নি । কয়েকটি জলাধারের পানির উচ্চতা বিপদ সীমা ছাড়িয়েছে । রেলপথ ও সড়কপথ মেরামতের জন্য কুয়াং তুং প্রাদেশিক সরকার এক হাজার শ্রমিক পাঠিয়েছে । যে সব জলাধারে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়েছে , সেই সব জলাধারের অবস্থা বিপদমুক্ত করার জন্য প্রাদেশিক সরকার সেখানে বিশেষজ্ঞ ও পেশাদার ত্রাণদল পাঠিয়েছে ।

    আগামী কয়েক দিনে চানচিয়ান অঞ্চলে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে । কুয়াং তুং প্রদেশের বন্যা প্রতিরোধ বিভাগ বন্যার পানির উচ্চতা ও ভূমি ধ্বসসহ নানা দুর্যোগের উপর সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে । (ফোং সিউ ছিয়েন )