v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-13 21:10:36    
পেইচিং অলিম্পিক গেমসের প্রথম দলের নতুন স্টেডিয়াম ব্যবহার

cri

   ৮ আগষ্ট থেকে পেইচিং আলিম্পিক গেমস আয়োজনের মাত্র এক বছর বাকী। পেইচিং শহরে এদিন বিরাট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি পেইচিংয়ের দু'টি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ও ব্যবহৃত হয়। এ দু'টি স্টেডিয়াম হল পেইচিং অলিম্পিক গেমসের ব্যবহৃত প্রথম দু'টি নতুন স্টেডিয়াম। আজকে আমি আপনাদের এ সম্পর্কিত কিছু কথা বলবো।

    'আমি ঘোষণা করছি, পেইচিং শুটিং স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হচ্ছে। ---আমি ঘোষনা করছি, শুনই অলিম্পিক ওয়াটার স্পর্টস কেন্দ্র আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হচ্ছে।'

    ২৮ জুলাই পেইচিং শহরের ডেপুটি মেয়র ছেন কাং উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে পেইচিং অলিম্পিক গেমসের জন্য নির্মিত নতুন দু'টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়েছে।

    পেইচিং অলিম্পিক গেমসের জন্য চীন নতুন ও অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ এবং পুরনো স্টেডিয়ামের সম্প্রসারণ করেছে। ২০০৬ সালের জুন মাসে পেইচিংয়ের ফেংথাই সফ্ট বল কেন্দ্রটি প্রথমে সম্প্রসারিত করা হয়।

    এ দু'টি নতুন স্টেডিয়ামে পেইচিং অলিম্পিক গেমসের শুটিং, নৌকা বাইচ ও কাইয়াক প্রতিযোগিতা আয়োজিত হবে। এ দু'টি নতুন স্টেডিয়ামের ডিজাইন থেকে 'সবুজ অলিম্পিক গেমস, বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিক গেমস ও সাংস্কৃতিক অলিম্পিক গেমসের' ধারণা প্রতিফলিত হয়েছে। অলিম্পিক গেমসের পর এ দু'টি নতুন স্টেডিয়ামের ব্যবহারের পরিকল্পনা ও প্রণয়ন করা হয়।

    পেইচিং শুটিং স্টেডিয়াম পশ্চিম পেইচিং শহরের শিচিংশান জেলায় অবস্থিত। এর মোট আয়াতন ৪৫ হাজারেরও বেশি বর্গ মিটার। স্টেডিয়ামটিতে ৮হাজার ৬শো দর্শকের আসন রয়েছে। এটি হল পেইচিং অলিম্পিক গেমসের একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। এ স্টেডিয়ামে রাইফেল ও পিস্তল শুটিংসহ ১০টি শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ স্টেডিয়ামের ডিজাইন আন্তর্জাতিক শুটিং ফেডারেশন, খ্যাতি মান শুটার ও কোচের প্রস্তাব অনুযায়ী করা হয়। যাতে স্টেডিয়ামের ব্যবহরিক ক্ষেত্রে সুবিধা ও কাঠামো গত শুটিং প্রতিযোগিতার নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হয়।

    যেমন, শুটিং প্রতিযোগিতার জন্য শান্ত পরিবেশ প্রয়োজ। সেজন্য নির্মাণের প্রক্রিয়ায় শব্দ হ্রাসের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। করা হয়। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে পেইচিং শুটিং স্টেডিয়ামের যেকোন স্থায়ী ও অস্থায়ী প্রকল্পে পরিবেশ সুরক্ষার উপকরণ ব্যবহৃত হয়েছে। এছাড়া, অন্যান্য বহুমূখী ব্যবস্থা নিয়ে পরিবেশ দুষণ প্রতিরোধ ব্যবস্থাও বাস্তবায়ন হয়েছে।

    ২০০৮ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের বিশ্ব কাপ শুটিং প্রতিযোগতি পেইচিং শুটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি হবে পেইচিং অলিম্পিক গেমসের শুটিং পরীক্ষা প্রতিযোগিতা। তখন খেলোয়াড়রা স্টেডিয়ামের কী মূল্যায়ন করবেন? আসলে স্টেডিয়াম নির্মাণ সম্পন্নের পূর্বে চীনের জাতীয় শুটিং দলের খেলোয়াড়রা এ স্টেডিয়ামে অনুশীলন করেছেন। খেলোয়াড় ও কোচদের মূল্যায়ন সবচেয়ে কার্যকর। চীনের জাতীয় শুটিং দলের প্রধান কোচ ওয়াং ইফু বলেছেন, 'অনেক বন্ধু আমাকে জিজ্ঞাস করেন যে, এ স্টেডিয়াম কেমন? আমি পেইচিং শহরের মেয়র ওয়াং ছিশানর কথা বলি যে, ভাল, খুবই ভাল!'

    একই সময়ে ব্যবহার শুরু হওয়া শুনই অলিম্পিক ওয়াটার স্পোর্টস কেন্দ্রও শুটিং স্টেডিয়ামের মত ভাল। এ স্টেডিয়াম উত্তর-পূর্ব পেইচিংয়ের ছাওবাই নদীর তীরে অবস্থিত। এর মোট আয়তন ৩২হাজার বর্গ মিটার। পেইচিং অলিম্পিক গেমসের সময় এ স্টেডিয়ামে নৌকা বাইচ, কাইয়াক ও মারাথন সাঁতারের ১৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগষ্ট মাসে এখানে বিশ্ব যুব নৌকা বাইচ চ্যাম্পিয়নশীপ, ক্যানোয় কাইয়াক-স্লালোম (Canoe Kayak-Slalom) চীন ওপেন ও ক্যানোয়ে কাইয়াক-ফ্ল্যাটওয়াটার (Canoe Kayak-Flatwater) চীন ওপেন তিনটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ তিনটি প্রতিযোগিতা হবে পেইচিং অলিম্পিক গেমস পূর্ব পরীক্ষা প্রতিযোগিতা।

    অলিম্পিক গেমসের ওয়াটার স্পর্টস কেন্দ্র প্রতিযোগিতার বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ। যাতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়। এটি খেলোয়াড়দের জন্য একটি উপযুক্ত প্রতিযোগিতার স্থান। পেইচিং নৌকা বাইচ দলের একজন সদস্য মা লিয়ানছেং এ স্টেডিয়াম এসে স্টেডিয়ামের প্রশংসা। কারণ এখানকার পরিবেশ নৌকা বাইচ প্রতিযোগিতার সঙ্গে সংগতিপূর্ণ। তিনি বলেছেন, 'নৌকা বাইচ প্রতিযোগিতার দরকার শান্ত পানি সোজা পথ চিহ্ন বেশি। পরিবেশ সুষ্ঠু হলে অনুশীলনের সময় মনও ভাল হয়। কারণ অনুশীলন খুবই জটিল। এ স্টেডিয়াম হল আমি দেখেছি যে এটি হল সবচেয়ে সুন্দর স্টেডিয়াম। আমার কাছে একটি চমত্কার স্টেডিয়াম।'

    অগ্রণী ও উপযুক্ত ডিজাইন ও নির্মাণ ছাড়া এ দু'টি স্টেডিয়ামের অলিম্পিক গেমসের পর ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অন্যান্য অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের উত্তরাধিকারে পরিণত হবে।