আফ্রিকান ইউনিয়ন কমিটির চেয়ারম্যান আলফা ওমর কোনার ১২ আগষ্ট সুদানের রাজধানী খারতুমে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী পাঠানো শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা যথেষ্ট। আফ্রিকান বাহিনী ছাড়াও দারফুরে অন্যান্য শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন হবে না।
কোনার এদিন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন। কিন্তু কোন কোন আফ্রিকান দেশ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, এ প্রসঙ্গে তিনি কিছু বলেন নি।
বাশির বৈঠকে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী দারফুর অঞ্চলে সুদান সরকারের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদারের জন্যে অনুকূল। পাশাপাশি তিনি সুদানের শান্তি প্রক্রিয়ায় আফ্রিকান ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেছেন।
এদিন সুদানে নিয়োজিত আফ্রিকান ইউনিয়ের বিশেষ দলের মুখপাত্র নুর আল-দিন আল মাজিনি বলেছেন, আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত সালিম আহমেদ সালিম এ মাসের মাঝারি সময় খার্তুম ও দারফুর সফর করবেন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সুদান সরকার ও "দারফুর শান্তি চুক্তি"স্বাক্ষরের ব্যাপারে বিরোধী সশস্ত্র সংস্থার মধ্যে অনুষ্ঠিত প্রথম দফা শান্তি আলোচনার সময় তার স্থান সম্পর্কেও আলোচনা করবেন। (লিলি)
|