আফগানিস্তানের তালিবান সশস্ত্র সংস্থার মুখপাত্র ইউসুফ আহমাদি ১৩ আগষ্ট দুপুরে বলেছেন, তালিবান স্থানীয় সময় ১৩ আগষ্ট বিকেল ৪টায় দু'জন দক্ষিণ এশীয় নারী জিম্মিকে মুক্তি দেবে।
আহমেদি টেলিফোনে গণ-মাধ্যমকে বলেছেন, তারা এ দু'জন জিম্মিকে গাজনি প্রদেশের রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে হস্তান্তর করবে।
তালিবান ১১ আগষ্ট দু'জন দক্ষিণ এশীয় নারী জিম্মিকে মুক্তি করার কথা বলেছিল। ১২ আগষ্ট তাদের ইচ্ছা পরিবর্তন করে তাদেরকে মুক্তি দেয়ার তারিখ পিছিয়ে দেয়। (লিলি)
|