v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-13 20:02:54    
৭-১৩ আগস্ট, ২০০৭

cri
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ইফতেখার চৌধুরীর কাছে সমবেদনা তারবার্তা পাঠিয়েছেন

বাংলাদেশের বন্যা দুর্গতদের সমবেদনা জানিয়ে ৯ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরীকে এক তারবার্তা পাঠিয়েছেন।

তারবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি লিখেছেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী, বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যায় হতাহত ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানতে পেরেছি। আমি চীন সরকার ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে বন্যা কবলিত অঞ্চলের জনগণ ও হতাহতদের আত্মীয়স্বজনদের গভীর সহানুভূতি ও আন্তরিক সমবেদনা জানাই। আমি বিশ্বাস করি, বাংলাদেশ সরকারের নেতৃত্বে জনগণ অবশ্যই বর্তমান কঠিন অবস্থা কাটিয়ে উঠবেন এবং যথাশীঘ্রই স্বদেশ পুনর্বাসনে সক্ষম হবেন।

পাকিস্তানের কৌশলগত পুঁজির নিরাপত্তা সুরক্ষার সমর্থ্য রয়েছে

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম ১১ আগষ্ট এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের কৌশলগত পুঁজি সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষিত। সেজন্য তারা এখন অনেক নিরাপদ।

কোন কোন গণ মাধ্যমে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ব্যাপারে উদ্বেগের কথা প্রকাশিত হওয়ায় এ বিবৃতি দেয়া হয়। সম্প্রতি, পাশ্চাত্য দেশগুলোর কোনো কোন গণ মাধ্যম বলেছে, যদি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ অনুষ্ঠিতব্য নির্বাচনে পুনঃনির্বাচিত না হন, তাহলে পাকিস্তানের পরমাণু অস্ত্রের কারণে নিরাপত্তা সমস্যা উদ্বেগজনক হবে।

এ সম্পর্কে তাসনিম আসলাম বলেছেন, এসব রিপোর্টের কোনো ভিত্তি নেই এবং তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান স্থায়ীভাবে পরমাণু অবিস্তারের নীতিতে অবিচল থাকবে।

তিনি আরো বলেছেন, পাকিস্তান একটি পরমাণু অস্ত্রধারী দেশের দায়িত্ব পালন করছে এবং ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচালনা কেন্দ্র, কৌশল পরিকল্পনা মন্ত্রণালয় ও কৌশলগত বাহিনী পরিচালনা কেন্দ্রসহ একটি পরমাণু পরিচালনা ও নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা করেছে। পাকিস্তানের কৌশলগত পুঁজি পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা একক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় না।

পাকিস্তান সীমান্ত সংঘর্ষের নিয়ন্ত্রণে সক্ষম হবে বলে বুশ আশা প্রকাশ করেছেন

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ৯ আগষ্ট বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলের অবৈধ সশস্ত্র যোদ্ধা এবং চরমপন্থীদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন বলে তিনি আস্থাবান।

এদিন বুশ হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান দু'সরকারই আল কায়েদা সংস্থা এবং তালিবান সশস্ত্র সংগঠনের সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। বুশ আশা করেন, সন্ত্রাসীদের অবস্থা পাকিস্তান জানলে তার উচিত যথাযথভাবে তা নির্মূল করা। তবে পাকিস্তানের অনুমোদন ছাড়া, মার্কিন বাহিনী পাকিস্তানে মোতায়েন করবে কি না সেবিষয়ে কোন মান্তব্য করতে বুশ অস্বীকার করেছেন।

ভারতীয় জনতা পার্টির ভারত ও যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি নিয়ে ভোটদানের অনুরোধ

ভারতের বৃহত্তম বিরোধী পার্টি --- ভারতীয় জনতা পার্টি ৫ আগস্ট বলেছে, ভারতীয় জনতা পার্টি লোকসভার স্পীকারের কাছে ভারত ও যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির নির্বাহী দলিল নিয়ে ভোটদান আয়োজনের অনুরোধ করেছে।

ভারত সরকার ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির নির্বাহী দলিল প্রকাশ করেছে। ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছে যে, এই চুক্তি ভারতের পারমাণবিক পরীক্ষা পরিকল্পনাকে সীমাবদ্ধ করেছে এবং ভারতের পররাষ্ট্র নীতির বাছাই এর ওপর বাধা সৃষ্টি করেছে। জনতা পার্টির নেতা ইয়াশওয়াট সিং ৪ আগস্ট বলেছেন, জনতা পার্টি এই চুক্তিকে গ্রহণ করতে পারে না। তারা সংসদের কাছে একটি সংযুক্ত কমিটি প্রতিষ্ঠা করে চুক্তির দলিল নিয়ে গবেষণা ও পরীক্ষা করার অনুরোধ করেছে। এই পার্টি সংযুক্ত কমিটির সংশ্লিষ্ট রিপোর্ট দাখিল করার আগে সরকারকে অস্থায়ীভাবে চুক্তি সম্পর্কিত সমস্ত কার্যক্রম বন্ধ করার অনুরোধও করেছে।