সুইজল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দফতর ১৩ আগষ্ট এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ২০১৫ সাল পর্যন্ত এশিয়ায় নতুন শ্রম শক্তি ব্যাপকভাবে বাড়বে। এশিয়ার বিভিন্ন অর্থনৈতিক সংস্থা এসব শ্রম শক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চ্যালেন্ঞ্জ সম্মূখীন হবে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে এশিয়ার শ্রম শক্তির সংখ্যা মোট ১.৮ বিলিয়ন। ২০১৫ সাল পর্যন্ত তা ২ বিলিয়ন হবে। কর্মসংস্থানের সুযোগ পাওয়া লোকদের আয়ের ব্যবধান কমানোর ব্যাপার হবে ভবিষ্যতে এশিয়ার বিভিন্ন অর্থনৈতিক সংস্থার একটি গুরুত্বপূর্ণ চ্যালেন্ঞ্জ। এছাড়া, বর্তমানে শতকরা ৬১.৯ ভাগ শ্রমিক সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা পায় নি। এটি হল এশিয়ার বিভিন্ন অর্থনৈতিক সংস্থার একটি অভিন্ন চ্যালেন্ঞ্জ।
বিবৃতিতে আরো বলা হয়, এশিয়ার বিভিন্ন অর্থনৈতিক সংস্থার আরো কয়েকটি অভিন্ন সমস্যা রয়েছে, তা হল শ্রম শক্তির বয়স বেশি, অধিক থেকে অধিকতর শ্রমিক এশিয়ার বাইরে অভিবাসন করে, কোনো কোনো দেশে শ্রমিকদের আয় উত্পাদন হারের সঙ্গে সংগতিপূর্ণ নয় ও বৈধ কাজের সময় ছাড়িয়ে গেছে।
(ছাই ইউয়ে)
|