চীন সরকার ১৩ আগস্ট বিভিন্ন স্তরের স্থানীয় সরকার ও বিভিন্ন সরকারী বিভাগের কাছে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে স্পস্টভাষায় বলেছে , ২০০৭ সালে সারা দেশের গ্রামাঞ্চলে জীবনযাপনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু করা হবে ।
এ বিজ্ঞপ্তিতে বলা হয় , এ ব্যবস্থা চালু করার লক্ষ্য হচ্ছে স্থিতিশীল , দীর্ঘস্থায়ী এবং কার্যকরভাবে সারা দেশের গ্রামাঞ্চলের দরিদ্র লোকদের খাওয়া-পরার সমস্যা সমধান করা ।
গ্রামাঞ্চলে যারা অসুস্থ্য , প্রতিবন্ধী , বৃদ্ধ , শ্রমশক্তিহীন এবং বেঁচে থাকার জঘণ্য অবস্থার কারণে সারা বছর অসুবিধাজনক অবস্থায় জীবন যাপন করে থাকেন , প্রধানত তাদেরকে এ বিধান ব্যবস্থায় আনা হবে ।
জানা গেছে , এ বিধান ব্যবস্থা চালু করার পর চীনের গ্রামাঞ্চলের ২ কোটি ১০ লাখ দরিদ্র লোক লাভবান হবেন ।
|