সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক ---চীনের গণ ব্যাংক প্রকাশিত তথ্যে জানা গেছে, জুলাই মাসে চীনের ব্যাংকিং ক্ষেত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যের স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে এবং সামষ্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও অব্যাহত রয়েছে।
জুলাই মাসে চীনের ব্যাংকিং ক্ষেত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেনমিনবির বিভিন্ন ঋণ উন্নয়নের গতি কমিয়ে দেয়া। এ কারণে স্বাভাবিকভাবেই বিভিন্ন আমানত বাড়ছে এবং রেনমিনবির বিনিময়ের হারের স্থিতিশীলতা বজায় রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নীতি কমিটি সম্প্রতি বলেছে, পরবর্তী সময়ে চীন রেনমিনবির বিনিময় হারের স্থিতিশীলতা ন্যায্য ভিত্তিতে বজায় রাখবে।
(পান্না)
|