v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-13 18:21:31    
চীন আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জোর প্রচেষ্টা চালাচ্ছে

cri
    এশিয় কর্মসংস্থান ফোরাম ১৩ আগষ্ট পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার হুয়া চিয়েন মিং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , চীন সক্রিয় কর্মসংস্থান নীতি কার্যকর করবে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কর্মসংস্থানের মান উন্নত করার চেষ্টা করবে ।

    আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে আয়োজিত এশিয় কর্মসংস্থান ফোরামের প্রতিপাদ্য হলো অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের আরো বেশি সুযোগসৃষ্টি করা এবং পরিশ্রমের মর্যাদা বজায় রাখা । চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার হুয়া চিয়ে মিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , গত চার বছরে চীনের প্রায় দু' কোটি কর্মচ্যুত শ্রমিক ও কর্মী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন । তিনি বলেছেন, চীন সরকার সক্রিয় কর্মসংস্থানের নীতি প্রণয়ন করেছে । কর্মচ্যুত শ্রমিক ও কর্মীরা যাতে নিজের উদ্যোগে ব্যবসা বা ব্যক্তিমালিকানার ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠান চালাতে পারেন , সরকার ক্ষুদ্র ঋণ দেয়া , কর মৌকুফ ও কমানো এবং নিম্ন সুদের ঋণ দেয়াসহ নানা ব্যবস্থা নেবে । এ ছাড়া সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ,সামাজিক বীমা ব্যবস্থা পরিপূর্ণ করা ও কর্মসংস্থান সংস্থার কাজ জোরদার করার মাধ্যমে কর্মচ্যুত শ্রমিকদের সাহায্য করবে ।

    চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রী থিয়েন ছেন পিং বলেছেন , গত কয়েক বছরে চীনের সংশ্লিষ্ট বিভাগ শহর ও গ্রামাঞ্চলের কর্মচ্যুত শ্রমিকদের বিনা পয়সায় কর্মসংস্থানের সাহায্য দেয়ার চেষ্টা করছে । যে সব পরিবারের সব সদস্য কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত অথবা শারীরিক কারণে কর্মসংস্থান করতে পারে না , সরকার সেই সব পরিবারকে বিশেষ সহায়ক ভর্তুকি দেয় । মন্ত্রী থিয়েন ছেন পিং আরো বলেছেন , শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ নিশ্চিত করার জন্য সরকার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পরিশ্রমের পরিবেশ উন্নত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে । বিশেষ করে শহরে কর্মরত গ্রামীণ শ্রমিকদের সাহায্য করছে । এখন গ্রামীণ শ্রমিকদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্যমূলক শর্ত ও নীতি বাতিল করা হয়েছে , তাদের জন্য চিকিত্সা বীমার ব্যবস্থা নেয়া হয়েছে , তাদের পেশাগত প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সমস্যা সমাধান করার চেষ্টা করছে ।

    জানা গেছে , ২০০৬ সালের শেষ নাগাদ , চীনের শহর ও গ্রামাঞ্চলের মোট কর্মী সংখ্যা ছিল ৭৬ কোটি । শহরে নিবন্ধিত বেকারত্বেরহার ছিল ৪.১ শতাংশ । হুয়া চিয়েন মিং বলেছেন , চীনের লোকসংখ্যা বেশি , বিভিন্ন স্থানে আর্থ-সামাজিক উন্নয়নের মান একই নয় । পরবর্তীকালে চীনে কর্মসংস্থান সমস্যা , বিশেষ করে যুবকযুবতীদের কর্মসংস্থান সমস্যা এবং গ্রামাঞ্চলের শ্রমশক্তি শহরে স্থানান্তরর সমস্যা বিদ্যমান থাকবে। কর্মসংস্থান সমস্যা সমাধানের জন্য চীন অর্থনীতি উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সমস্যা সমাধানের চেষ্টা করবে । হুয়া চিয়েন মিন বলেছেন , চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী , ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছরে চীনের শহরাঞ্চলে সাড়ে চার কোটি লোকের কর্মসংস্থান সমস্যা সমাধান করা হবে । শহরাঞ্চলে বেকারত্বের হার ৫ শতাংশের নীচে রাখা হবে । চীন সরকার অর্থনীতি উন্নয়নের মধ্য দিয়ে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কর্মসংস্থানের মান উন্নত করার চেষ্টা করবে ।

    জানা গেছে , পরবর্তীকালে আইন অনুসারে শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা হবে । বেআইনীভাবে শ্রমিক নিয়োগ , শিশু শ্রমিক নিয়োগ , শ্রমিক নিয়োগের সময় চুক্তি স্বাক্ষর না করা এবং শ্রমিকের বেতন সময়মত না দেয়া ইত্যাদি বেআইনী তত্পরতার বিরুদ্ধে আইন অনুসারে শাস্তি দেওয়া হবে ।

    তিনি আরো বলেছেন , চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করবে , অন্য দেশের কর্মসংস্থান সমস্যা সংক্রান্ত অভিজ্ঞতা শিখবে এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে মিলিতভাবে কর্মসংস্থান ক্ষেত্রের সমস্যাগুলো মীমাংসা করার চেষ্টা করবে ।