v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-13 17:46:17    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৮/১৩

cri

     চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ইলেকট্রোনিক দ্রব্য ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এখন ইলেকট্রোনিক আবর্জনার দূষণ সমস্যা দিনে দিনে পরিবেশ সুরক্ষা ব্যক্তিদের মনোযোগী নতুন বিষয়ে পরিণত হয়েছে। মোবাইল ফোন জনসাধারণের দৈনন্দিন ব্যবহৃত ইলেকট্রোনিক পণ্য হিসেবে উপযুক্ত ফেরত নেয়ার ব্যবস্থা না থাকলে পরিবেশের দূষণ সৃষ্টি হবে। ১৩ আগস্ট বিজ্ঞান বিচিত্রা আসরে আমরা চীনের পুরনো ও নষ্ট মোবাইল ফোনের দূষণ মুক্ত করার ব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন শোনাবো।

    ২০০৮ সালের পেইচিং অলিম্পকি গেমস সম্পর্কেও একটি সরকারী চলচ্চিত্র তৈরী করা হবে। এটা হবে অলিম্পিক গেমসের ইতিহাসের ২২তম সরকারী চলচ্চিত্র। বর্তমানে এ চলচ্চিত্রের আলোকচিত্র শিল্পী দল গঠিত হয়েছে। এ চলচ্চিত্রের পরিচালক কু ইউয়ু হলেন চীনের কেন্দ্রীয় প্রামান্য চলচ্চিত্র স্টুডিওর পরিচালক। ১৪ আগস্ট সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন এই চলচ্চিত্র সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    চীনের চন্দ্রবর্ষের প্রথম মাসের ১৫ তারিখে দক্ষিণ-পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের ছু স্যুন স্বায়ত্তশাসিত বিভাগের ইয়ুন রেন জেলায় ই জাতির বিরাট ফ্যাশনেবল পোষাক উত্সবের আয়োজন করা হয়। প্রতি বছর যখন ই জাতির এই ঐতিহ্যবাহী রীতি-নীতি ও জাতীয় ফ্যাশন পোষাকসহ উত্সব পালিত হয়, তখন আশেপাশের অজস্র অধিবাসীরা এই অঞ্চলে মিলিত হন। ১৫ আগস্ট ওরা অনন্য আসরে ই জাতির ফ্যাশন পোষাক উত্সব সম্পর্কে থান ইয়াও খাং আপনাদের কিছু বলবেন।

    একটি জরীপ সংস্থার সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীনের মূলভূভাগের অধিবাসীদের পণ্যভোগী প্রতি দু'ব্যাগের মধ্যে একটি হচ্ছে অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্পাদন। চীনের মূলভূভাগের দুটি সবচেয়ে বিখ্যাত দুগ্ধ শিল্প প্রতিষ্ঠান --- ইলি গোষ্ঠী ও মনিউ গোষ্ঠীর সদর দপ্তর সবই অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হুহোহাউত শহরে অবস্থিত। ফলে ২০০৫ সালে চীনের দুগ্ধজাত পণ্য শিল্প সমিতি হুহোহাউতকে চীনের "দুগ্ধ রাজধানী" এর নাম দিয়েছে। ১৬ আগস্ট অর্থনীতির অগ্রযাত্রা আসরে শুনুন চীনের এই দুটি বৃহত্তম দুগ্ধ গোষ্ঠী সম্পর্কিত একটি প্রতিবেদন।

    চীনের ৫০০০ বছর ইতিহাস রয়েছে বলে এখন বিভিন্ন শহরে প্রাচীনকালের নানা ধরনের বিশেষ জিনিস রয়েছে। যেমন পেইচিং শহরে একটি বিশেষ জাদুঘর আছে। সেখানে হাজার রকমের চীনের ঐতিহ্যিক হস্তশিল্প রয়েছে। যেমন রাজপ্রাসাদে ব্যবহৃত সূচিকর্ম, সবুজবর্ণ মণি দিয়ে তৈরি নানা যন্ত্র ও কাগজ কাটা ইত্যাদি। আমি বিশ্বাস করি, তা দেখে আপনাদের মুগ্ধ হবেন। ১৬ আগস্ট চলুন বেড়িয়ে আসি আসরে খোং চিয়া চিয়া আপনাদেরকে এই জাদুঘরে নিয়ে যাবেন।

    শ্রোতাবন্ধুরা, দেশ রক্ষা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কাজ করা , রাজপথ তৈরি করাসহ যেখানে বিপদ , সেখানেই চীনা গণ মুক্তি ফৌজের সৈনিকরা থাকবেন। তারা আমাদের কাছে সবচেয়ে ভালোবাসার ও সম্মানিত মানুষ। ৫৫ বছর আগে এমন কিছু নারী সৈনিক ছিলেন তারা পায়ে হেটে তিব্বতে প্রবেশ করে তাদের নিজেদের গুরুত্বপূর্ণ সময় ও আন্তরিকতা দিয়ে তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির জন্য বিরাট অবদান রেখে গিয়েছেন। লি কোচু নামে এক নারী এই সব নারী সৈনিকের মধ্যে অন্যতম ছিলেন। ২০-৩০ বছর আগে তিনি তিব্বত ত্যাগ করেন। কিন্তু তিব্বতে ২০-২২ বছরের জীবনযাপন চিরকালই তার মনে থাকবে। ১৭ আগস্ট কন্যা জায়া জননী আসরে চুং শাও লি "নারী সৈনিক লি কোচুর তিব্বতের ভালবাসা" শিরোনামে এক গল্প শোনাবেন।

    ২০০০ সাল থেকে মধ্য চীনের হুপেই প্রদেশের আনশি তু জাতি ও মিয়াও জাতির স্বায়ত্তশাসিত জেলা মিথেন-গ্যাস সম্পদ কাজে লাগিয়ে প্রাকৃতিক আবাসভূমি প্রকল্প নির্মাণের প্রচেষ্টা চালিয়েছে। যাতে স্থানীয় প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অধিবাসীদের জীবনযাপন উন্নয়ন করা যায়। ১৭ আগস্ট সেই গ্রাম এই জীবন আসরে লিলি আপনাদের জন্য এই সম্পর্কের অবস্থা পড়ে শোনাবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।