v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-13 16:55:26    
চীনের পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন পুনরায় ব্যবহার যোগ্যকরণ

cri
    চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরণের ইলেকট্রোনিক পণ্যদ্রব্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ইলেকট্রোনিক দূষণ সমস্যার ওপর পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সজাগ দৃষ্টি রাখছেন। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন ব্যবহৃত ইলেকট্রোনিক পণ্য হিসেবে তাকে পুনরায় ব্যবহার যোগ্য সংক্রান্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে না করলে, পরিবেশের লক্ষ্যে বিপুল দূষণ সৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে। বন্ধুরা,আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো:

    চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীনের মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় ৪৮ কোটি। এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সর্বোচ্চ। মোবাইল ফোন ব্যবহারের হার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় ব্যবহার যোগ্য ক্ষেত্রের মানও বাড়ানো হচ্ছে। আসলে পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন এবং তার খুচরা যন্ত্রাংশ সাধারণত দৈনন্দিন জঞ্জাল হিসেবে বর্জিত হয়ে জঞ্জাল-বাক্সে চলে যায় বলে তা দৈনন্দিনকার জঞ্জালের হিসেবে সমস্যার সৃষ্টি করে। পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন অথচ তার ব্যাটারির ভেতরে রয়েছে সোনা, মার্কারী, লিড এবং ক্যাডমিয়ামসহ নানা ধরণের ভারী ধাতুর অংশ । সরাসরিভাবে তা জমি এবং ভূ-গর্ভস্থ পানিকে দূষণ করতে সক্ষম। এমন কি, পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন অথচ তার ব্যাটারিতে আগুন ধরে গেলে, এর ভেতরের গ্যাসে বায়ু দূষণ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে।

    সুতরাং, পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন , তার চারজ্যার এবং ব্যাটারিকে পুনরায় ব্যবহার যোগ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য উত্পাদন, বিক্রী এবং ব্যবহার তিনটি বিষয়ে একে মোকাবেলার ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। এটিও হচ্ছে এ সমস্যা সমাধানের বিষয়গুলোর মধ্যে অন্যতম। চীনের সর্বোচ্চ মোবাইল টেলিযোগাযোগ সেবা সংস্থা ----চীনের মোবাইল টেলিযোগাযোগ গোষ্ঠী যৌথভাবে মটরোলা এবং নোকিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন উত্পাদনকারী কারখানার উদ্যোগে, পরিবেশ সুরক্ষা সম্পর্কে গণ কল্যাণমূলক যৌথ তত্পরতা চালাচ্ছে । এটি হলো " পরিবেশ সুরক্ষা সবুজ বাক্স পরিকল্পনা"। চীনের মোবাইল টেলিযোগাযোগ গোষ্ঠীর উপপ্রধান শা ইয়্যু চিয়া বলেছেন:  

    " পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোনসহ নানা ধরণের ইলেকট্রোনিক পণ্যদ্রব্যকে পুনরায় ব্যবহার যোগ্য এবং প্রশাসন ক্ষেত্রের পদ্ধতি জোরদার করা শুধু বন্ধুত্বপূর্ণ সমাজকে প্রতিষ্ঠা করার চাহিদা নয়, তা চীনে মিতব্যয়ী সমাজ স্থাপনের প্রয়োজনীয় বিষয়ও বটে। চীনের মোবাইল টেলিযোগাযোগ গোষ্ঠী গুরুত্ব সহকারে প্রতিশ্রুতি দিয়েছে যে, পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোনকে পুনরায় ব্যবহার যোগ্য করার ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারণ করবে।"

    জানা গেছে, " পরিবেশ সুরক্ষার সবুজ বাক্স সংক্রান্ত পরিকল্পনা" চীনের ৪০টি গুরুত্বপূর্ণ শহরে চালু হয়েছে। এতে প্রায় ১ হাজারেরও বেশি চীনের মোবাইল টেলিযোগাযোগ গোষ্ঠীর শাখা সংস্থা, মটরোলা ও নোকিয়ার প্রায় ৩০০টিরও বেশি বিক্রী ও সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে । যারা দীর্ঘদিনের বিশেষ করে পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন এবং তার খুচরা যন্ত্রাংশকে পুনরায় ব্যবহার যোগ্য করে তুলবে এই " সবুজ বাক্সের" মাধ্যমে । শা ইয়্যু চিয়া আরো বলেছেন:

    " এ পরিকল্পনা চালু হওয়ার আগে আমরা বেশ কিছু সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়েছি। একই সঙ্গে পুরানো ও ব্যবহার অযোগ্য মোবাইল ফোন সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে আমরা অনেক প্রচেষ্টা চালিয়েছি।"

    এ পরিকল্পনার প্রতি বেশি দৃষ্টি আকর্ষণের লক্ষে চীনের মোবাইল টেলিযোগাযোগ গোষ্ঠীর আমন্ত্রণে শিল্পপ্রতিষ্ঠান, ক্রীড়া এবং শিল্পকলা মহলের হাজার হাজার কর্মকর্তা সংশ্লিষ্ট প্রচার কর্মকান্ডে অংশ নিয়েছেন। চীনের শরীর গঠনে অলিম্পিক চ্যাম্পিয়ন থেং হাই পিন আমাদের সংবাদ-মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন:

    " এ পরিকল্পনার আহ্বান হচ্ছে সবুজ অলিম্পিক গড়ে তোলা। আমাদের নিজেদের কিছু কিছু দূষণযুক্ত মোবাইল ফোন অথবা ব্যাটারিসহ বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য এ সবুজ বাক্সে রাখা উচিত। এটি পরিবেশ সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।"

    এখন " পরিবেশ সুরক্ষার সবুজ বাক্স সংক্রান্ত পরিকল্পনার " ব্যাপারে অধিক থেকে অধিকতর অধিবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। পেইচিং নাগরিক ইয়্যু ওয়েই বলেছেন:  

    " এবারের তত্পরতা খুবই ভাল। এর মাধ্যমে আরো বেশি নাগরিক পরিবেশ সুরক্ষায় সহায়তা করবে বলে আমি আশা প্রকাশ করছি। সবাই পেইচিংকে ভালবাসে । তাই পেইচিং নিশ্চয়ই আরো বেশি সুন্দর হবে।"