v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-16 18:53:29    
পেইচিং শহরের সকল শিল্পকর্মীদের গ্যালারী--০২

cri

    লাউ-এর দোকানটি বড়, ছোট ও বিভিন্ন আকারের লাউ রয়েছে দোকানে। দোকানের মালিক মি. চি শুন লাউ'র ওপর ছবি আঁকার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করেন, 'এই ধরনের শিল্প যখন বিদ্যুত্ ছিল না, তখন ধূপ লাউ'র ওপর জালিয়ে আঁকা হতো। এখন বিদ্যুতের কলম দিয়ে এই কাজ করা হয়।

    পাইরোক্রফি লাউ মানে বিদ্যুতের কলম দিয়ে লাউ'র ওপরে ফুল, পাখি ও মাছের ছবি আঁকা হয়। দেশী-বিদেশী পর্যটকরা এটা খুব পছন্দ করে। লাউ দোকানে আদিকালের প্রযুক্তির ভিত্তিতে, শিল্পীরা সৃজনশীল কাজ করে যাচ্ছে। যেমন, এক ধরনের লাউ-এ আঁকা ছবি বিভিন্ন দিক থেকে দেখলে ভিন্ন ছবি দেখা যায়ঃ সামনে একজন সবল পুরুষের মতো, কিন্তু অন্য দিক থেকে দেখলে তা একজন সুন্দরী মেয়েতে তা পরিনত হয়। শ্রোতা বন্ধুরা, লাউ দোকানে আসা বিখ্যাত শিল্পীর শিল্প-কর্ম দেখা ছাড়াও আপনারা নিজেদের পাইরোক্রফি লাউ তৈরী করতে পারবেন। এটা এক ধরনের অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে।

    কাগজে-ফুল হচ্ছে চীনের লোক ঐতিহ্যবাহী হস্তশিল্পের মধ্যে একটি। পুরাকীর্তি নিদর্শনের আবিষ্কার অনুযায়ী খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে, কাগজের-ফুল ধর্মানুষ্ঠানে ব্যবহৃত হতো। এখন সাধারণত কাগজের-ফুল গয়নাগাটি হিসেবে ব্যবহৃত হয়। সকল শিল্পকর্মীর কাগজের-ফুল দোকানে মাদাম চাও ছাই স্যুয়ান পরিবারের তিন বংশের ৫জন, প্রত্যেকেই কাগজে-ফুল তৈরী করে সরবরাহ করেছেন এবং আজও করছেন। তিনি ব্যাখ্যা করেছেন,

    আগে মাটি দিয়ে তৈরী ঘরের জানালা ছিল কাগজের। তবে সাদা কাগজ ব্যবহৃত হতো না, সুতরাং কিছু ফুল কেটে জানালায় লাগানো হতো। বিয়ের সময়ও সাদা কাগজ ব্যবহার করা হয় না, বরং ফুল লাগানো হয়। যে পরিবারের মেয়ে ভালো কাগজের-ফুল তৈরী করতে পারে, গ্রামের মানুষ তাকে খুবই পছন্দ করে।

    মাদাম চাও ছাই স্যুয়ান আরো বলেছেন, কাগজের-ফুল হচ্ছে সাধারণ মানুষের জীবন-ধারা বর্ণনা করার জন্য। সুতরাং কাগজের-ফুলের সুস্পষ্ট আঞ্চলিক বৈশিষ্ট্য রয়েছে। উত্তর চীনের কাগজের-ফুল তুলনামূলকভাবে বড় এবং তাতে প্রধানত লাল রং ব্যবহার করা হয়। দক্ষিণ চীনের কাগজের-ফুল তুলনামূলকভাবে সূক্ষ্ম হয়। কাগজের-ফুলের মোট তিন ধরন রয়েছেঃ কাঁচি দিয়ে, অসি দিয়ে এবং হাত দিয়ে তৈরী করা সবচেয়ে জনপ্রিয় কাগজের-ফুল হচ্ছে হাত দিয়ে বারোটা প্রাণীর ছবি। মাদাম চাও বলেছেন,

    অতিথিরা পরিবারের সদস্যদের কার কোন বছর জন্ম হয়েছে, ছেলে বা মেয়ে, কোন সন্তান ইত্যাদি তথ্য আমাকে জানায়, আমি এ সব তথ্য অনুযায়ী তাদের জন্য ডিজাইন করি। অতিথিরা নিজেদের অনুরোধ উত্থাপন করতে পারেন, যেমন পরিবারের সবাই দাবাখেলা পছন্দ করে। তাহলে আমি পরিবারের সবার দাবাখোলার ছবি কাগজের-ফুলে করি। এটা হচ্ছে সারা পরিবারের সারা বছরের সুখ শান্তি।

    চীনের ঐতিহ্যবাহী কাগজের-ফুল সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার পাশা পাশি, শিল্প-কর্ম হিসেবে বিদেশী পর্যটকদের কাছে পছন্দনীয়। মাদাম চাও'র কাগজের-ফুলের ডিজাইন 'কাও লু মুর্গি' রাষ্ট্রীয় উপহার হিসেবে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাককে দেয়া হয়েছে।

    বর্তমানে সকল শিল্পকর্মীর গ্যালারী চীন সরকারের বিদেশী অতিথিদের অভ্যর্থনার গুরুত্বপূর্ণ স্থান হয়েছে। ২০০৫ সালের ৮ মার্চ, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী, কিউবা, দক্ষিণ আফ্রিকা, আর্মেনিয়া ও ইইউ সহ প্রায় ৫০টি দেশ ও অঞ্চলের চীনে নিযুক্ত কূটনীতিকদের স্ত্রীগণ এ সব গ্যালারী পরিদর্শন করেছেন। বিখ্যাত শিল্পীদের উন্নত সৃষ্টিকর্ম দেখা ছাড়াও, তাঁরা তাত্ক্ষণিকভাবে তৈরী শিল্প-কর্ম উপহার পেয়েছেন।

    শিল্পকর্মীদের গ্যালারীর একজন কর্মী থাও ইয়ে বলেছেন, লোকজ হস্তশিল্প তৈরী করার যন্ত্র ও উপকরণ খুবই সাধারন। পর্যটকরা ডিজাইন তৈরীতে অংশ নিয়ে এবং নিজের হাতে তৈরী করার মধ্য দিয়ে আরো বেশী চীনের ঐতিহ্যবাহী প্রযুক্তির কথা জানবে। তিনি মনে করেন, ভবিষ্যতে সকল শিল্পকর্মীর গ্যালারী বিশ্বে চীনের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তার ইতিহাসকে তুলে ধরবে মর্যাদার সঙ্গে।

    প্রিয় শ্রোতাবন্ধরা, পেইচিং-এর সকল শিল্পকর্মীর গ্যালারী সংক্রান্ত 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। শোনার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামীপক্ষে অন্য কোন দর্শনীয় স্থানে।