 ১০ ও ১১ আগস্ট চীনের কেন্দ্রীয় সরকার ৯টি প্রতিনিধি দল পাঠিয়ে অন্তর্মঙ্গলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার জনগণের কাছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্তর্মঙ্গলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা ৬০তম বার্ষিকী উপলক্ষে তারা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, ৬০তম বার্ষিকী থেকে তারা একটি নতুন পর্যায় হিসেবে অন্তর্মঙ্গলিয়ার জনগণের সার্বিক সুখ ও সমৃদ্ধ জীবনের জন্য আরো চেষ্টা চালাবেন।
চীনের ভাইস-প্রেসিডেন্ট চেং ছিং হোং'র নেতৃত্বে চীন সরকারের প্রথম প্রতিনিধি দলটি পশ্চিম অন্তর্মঙ্গলিয়ার আলাশান অঞ্চলে গিয়েছেন। তারা স্থানীয় জনগণের আন্তরিক স্বাগত পেয়েছে।
শুভেচ্ছা জানানোর সময়ে চেং ছিং হোং বলেছেন, তিনি আশা করেন স্থানীয় সরকার ও জনগণ প্রচেষ্টা চালিয়ে জ্বালানি-সম্পদ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে মানবজাতি ও প্রাকৃতিক পরিবেশের সমন্বিত অবস্থানকে বাস্তবায়িত করবে।(ইয়াং ওয়েই মিং)
|