কসোভো সমস্যা বিষয়ক যুক্তরাষ্ট্র, ই ইউ ও রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক মধ্যস্থতাকারী গ্রুপ ১১ আগষ্ট কসোভোর রাজধানী প্রিস্তিনায় বলেছেন, এই গ্রুপ কসোভোর ভবিষ্যত অবস্থান নির্ধারণে কোনো নির্দিষ্ট প্রস্তাব দেবে না এবং কসোভো ও সার্বিয়ার মধ্যে আপোসের উপায় খুঁজে বের করবে।
মধ্যস্থতাকারী গ্রুপ বলেছে, তাদের সার্বিয়ার রাজধানী বেলগ্রেদ এবং প্রিস্তিনা সফরের কথা রয়েছে। এটি হচ্ছে কসোভোর ভবিষ্যত অবস্থান প্রসঙ্গে নতুন দফা আলোচনা শুরুর প্রতীক। মধ্যস্থতাকারী গ্রুপ এদিন প্রিস্তিনায় কসোভোয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের দেওয়ানী বিশেষ দলের প্রতিনিধি এবং কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেইদিউ-এর সঙ্গে বৈঠক করেছে।
মার্কিন প্রতিনিধি ফ্র্যান্ক ভিজনারের সঙ্গে বৈঠকের পর বলেছেন, মধ্যস্থতাকারী গ্রুপ কসোভো ও সার্বিয়ার মধ্যে সম্পাদিত যে কোনো আপোস পরিকল্পায় রাজী হবে। রাশিয়ার প্রতিনিধি আলেক্সন্দার বোকান হারছেনকো বলেছেন, কসোভোর সর্বশেষ অবস্থানজাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্যোগে নির্ধারণ করতে হবে। (লিলি)
|