 প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ১১ আগস্টের খবরে প্রকাশ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের বৃহত্তম একটি গোলাবারুদের গুদাম এ দিন হঠাত অগ্নিকাণ্ড ঘটে। এতে ২জন নিহত এবং ৪১জন আহত হয়েছে। গোলাবারুদের গুদামের কাছাকাছি হাজার হাজার লোককে অস্থায়ী শিবিরে সারিয়ে নেয়া হয়েছে।

ভারতের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আহতদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এর মধ্যে ১২জন সৈন্যের অবস্থা আশংকাজনক। তিনি আরো বলেছেন, এটা হচ্ছে একটি আকস্মিক ঘটনা।

(খোং চিয়া চিয়া)
|