চীন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় সৃজনশীলতা সংক্রান্ত প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের কল্যাণে চীনের প্রায় ২০ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব হয়েছে ।
১২ আগস্ট সৃজনশীলতা প্রশিক্ষণ সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের একটি জাতীয় সম্মেলনে চীনের শ্রম ও নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিয়াও চিয়ান বলেছেন , ২০০৪ সালের জুলাই থেকে চীনের শ্রম ও নিশ্চয়তা বিধান মন্ত্রণালয় আন্তর্জাতিক শ্রম সংস্থার সংগে সহযোগিতা করে সৃজনশীলতা প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে । এ পর্যন্ত চীনের ৪২টি শহরের ৭ লাখ ৬০ হাজার লোক এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন । তাদের সৃজনশীলতার ফলপ্রসূতার হার ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে । ফলে তারা সমাজের জন্যে প্রায় ২০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন ।
চাং সিয়াও চিয়ান বলেন , চীনের শ্রম ও নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়ের প্রশিক্ষণ দানের লক্ষ্য হচ্ছে এখনকার বেকারদের থেকে ধাপে ধাপে তরুণ ছাত্রছাত্রী এবং কৃষি শ্রমিকদের মধ্যে প্রশিক্ষণ সম্প্রসারিত হবে ।
|