দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যমের ১২ আগস্টের খবর প্রকাশ, তালিবানের মুখপাত্র ইউসুফ আহমাদি এ দিন টেলিফোনের মধ্যমে বলেছেন, তালিবানের নেতা তার সিদ্ধান্ত পরিবর্তন করে দু'জন দক্ষিণ কোরীয় জিম্মিকে মুক্তি দেয়ার বিষয়টি বাতিল করেছেন।
আহমাদি ১১ আগস্ট সন্ধ্যায় বলেছিলেন, তালিবানের শীর্ষ পর্যায় দু'জন জিম্মিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা দক্ষিণ কোরিয়ার প্রতি এক ধরনের বন্ধুত্বপূর্ণ দৃস্টিভংগী এবং তিনি আশা করেন এই তত্পরতা জিম্মি সংক্রান্ত বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এর পাশা পাশি তিনি জোর দিয়ে বলেছেন, তাদের তালিবান জিম্মিদের মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। নাহলে তালিবান জিম্মিদের মুক্তি দেবে না।
(খোং চিয়া চিয়া)
|