২০০৬ সালের শেষ নাগাদ পর্যন্ত চীনের ডিজিটাল টেলিভিশনের ব্যবহারকারী ১.২ কোটি অতিক্রম করেছে। শেনচেন, নানচিং ও তালিয়ানসহ ৯টি শহরে ডিজিটাল টেলিভিশন ব্যবহারকারীর মাথাপিছু দৈনিক দর্শণ সময় সাধারণ টেলিভিশন ব্যবহারকারীর চেয়ে বেশী।
'চীনের ডিজিটাল টেলিভিশনের উন্নয়ন রিপোর্ট—২০০৭'-এ চীনের আন্তর্জাতিক বেতার ও টেলিভিশন প্রদর্শনী এ খবর জানিয়েছে।
বিশেষজ্ঞগণ মনে করেন, বর্তমানে ডিজিটাল সি এ টি ভি'র বিষয়বস্তু জনিত পরিসেবা দিন দিন বহুবিধ হচ্ছে। যেমনঃ তথ্য পরিসেবা, ভিডিওর বারংবার অনুরোধের অনুষ্ঠান এবং দূর শিক্ষণ অনুষ্ঠান। এ সব অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের জন্য বিভিন্ন পরিসেবার মান বৃদ্ধিসহ পরিসর বাড়ানো হচ্ছে।
(খোং চিয়া চিয়া)
|