হংকং সফরকারী চীনের 'মহাসাগর --এক নম্বরর' নামে গভীর সমুদ্র বৈজ্ঞানিক পর্যবেক্ষণ জাহাজ থেকে জানা গেছে , চীনের বৈজ্ঞানিকরা সদ্যসমাপ্ত চীনের মহাসাগর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ দলের উনিশতম পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ফল পেয়েছেন । জানা গেছে , চীনের বৈজ্ঞানিকরা ভারত মহাসাগরের দু হাজার আট শ' মিটার নীচে নতুন উষ্ণ পানির প্রবাহ আবিষ্কার করেছেন । বিশ্বে মাত্র কয়েকটি দেশে উষ্ণ পানির প্রবাহ আবিষ্কৃত হয়েছে । চীন এখন এসব দেশের অন্যতম হয়েছে ।
সমুদ্রের তলদেশের গরম প্রবাহ বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক ভূতাত্তিক আবিষ্কার । বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা এ বিষয় নিয়ে এখন গবেষণা করছেন ।
|