আই এ ই এ'র দ্বিতীয় দফা পর্যবেক্ষকরা উঃ কোরিয়ার ইয়ংবিয়ংয়ের পরমাণু স্থাপনার তত্ত্বাবধান ও পরীক্ষা শেষে ১১ আগস্ট উঃ কোরিয়ার একটি বিমান কোম্পানির বিমান যোগে পিয়ং ইয়ং ত্যাগ করেছেন।
উঃ কোরিয়ার আণবিক শক্তি ব্যুরোর একজন কর্মকর্তা বিমানবন্দরে বলেছেন, দ্বিতীয় দফার পর্যবেক্ষকরা সুষ্ঠুভাবে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ স্থাপনসহ বিভিন্ন দায়িত্ব সম্পাদন করেছেন। বর্তমানে অন্য দু'জন পর্যবেক্ষক উঃ কোরিয়ায় পৌঁছেছেন এবং ইয়ংবিয়ং-এ গিয়েছেন। ভবিষ্যতে ইয়ংবিয়ং-এ শুধু দু'জন পর্যবেক্ষক নিয়মিতভাবে তত্ত্বাবধান ও পরীক্ষার কাজ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পর্যবেক্ষক বিমানবন্দরে বলেছেন, তাঁরা নির্দিষ্ট দায়িত্ব পালন করেছেন এবং ভিয়েনায় ফিরে যাচ্ছেন।
(খোং চিয়া চিয়া)
|