আন্তর্জাতিক শ্রম সংস্থা আই-এল-ওর মহাসচিব জুয়ান সোমাভিয়া ১০আগষ্ট পেইচিংয়ে বলেছেন , বর্তমানে চীন উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে । চীনের উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত বিষয়ক জাতীয় কমিটির প্রধান লি ই চুনের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন । তিন আরো বলেছেন , নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলেও চীন সরকার ও নিরাপত্তা তত্ত্বাবধান কমিটি উত্পাদনের নিরাপত্তার উপর যথেষ্ট গুরুত্ব দেয় এবং অনেক ব্যবস্থা নিয়েছে । আন্তর্জাতিক শ্রম সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা ও বিনিময় আরো জোরদার করতে আগ্রহী ।
লি ই চুন বলেছেন , উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার কাজের কোনো রাষ্ট্রীয়সীমা নেই । নিরাপত্তা বিশ্বের সকল দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্টএকটি সমস্যা । চীন আশা করে , উত্পাদনের নিরাপত্তা ও পেশাগত রোগ প্রতিরোধ ও চিকিত্সা ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বিনিময় ও সহযোগিতা করবে ।
|