কাতার পারস্য উপসাগরীয় উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন ১০ হাজার ১৪ বর্গকিলোমিটার। তার দক্ষিণ ও উত্তর দিকের দৈর্ঘ মোট ১৬০ কিলোমিটার । পূর্ব ও পশ্চিম দিকের চওড়া প্রায় ৫৫ থেকে ৫৮ কিলোমিটারপর্যন্ত। দেশটি সৌদী আরব ও সংযুক্ত আরব আমিরাত সংলগ্ন। তার উত্তর দিকে কুয়েত ও ইরাক। সমুদ্রসীমা ৫৫০ কিলোমিটার। দেশটির কৌশলগত অবস্থা খুবই গুরুত্বপূর্ণ।
রাজধানি দোহা। যা সারা দেশের মধ্যে বৃহত্তম শহর। দেশটি অর্থনীতি, পরিবহণ এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে অনেক ভূমিকা পালন করেছে।এর লোকসংখ্যা ৩.৪ লাখ । সারা দেশের মোট লোকসংখ্যার ৫০ শতাংশ।
৭ শতাব্দীতে কাতারে আরব সাম্রাজ্য ছিল।১৫১৭ সালে দেশটিতে পর্তুগাল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বজায় ছিলো।১৫৫৫ সাল পর্যন্ত ২০০ বছরেরও বেশি সময় তুরস্কের অধিন ছিল। ১৮৮২ সালে ব্রিটেন দেশটিতে অনুপ্রবেশ করে।এর পর ব্রিটেনের উপনিবেশ হয়। ১৯৭১ সালের পয়লা সেপ্টেম্বর কাতার স্বাধীনতা লাভ করে।
1 2
|