ইয়েমেনের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা ৯ আগষ্ট বলেছেন , ইয়েমেনের নিরাপত্তা বাহিনী ৮ আগষ্ট মধ্য ইয়েমেনের মারিব প্রদেশে চারজন আল কায়দা সংস্থার সদস্যকে গুলি করে হত্যা করেছে । তবে আল কায়দা সংস্থার উর্ধতন সদস্য কাশেম আল রাইমি এর মধ্যে ছিল না ।
অন্য একটি খবরে বলা হয়েছে , ৮আগষ্ট ইয়েমেনের নিরাপত্তা বাহিনী মারিব প্রদেশে রাইমিসহ আল কায়দা সংস্থার চারজন সদস্যকে হত্যা করে । আল কায়দা সংস্থার এ চারজন সদস্য গত মাসে মারিব প্রদেশে মন্দির বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত ছিল । ইয়েমেনের নিরাপত্তা বিভাগ মনে করে রাইমিই এ বিস্ফোরের জন্য দায়ী । (ফাং সিউ ছিয়েন)
|