৯ আগস্ট চীনের সিছুয়ান , ইউননান , তিব্বত ও ছিংহাই ৪টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের ১২টি অঞ্চলে খাদ্য ও ওষুধপত্র তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিভাগগুলোর যৌথ উদ্যোগে নকল খাদ্য ও ওষুধপত্র দূরীকরণ সংক্রান্ত একটি সংস্থা গঠিত হয়েছে ।
সিছুয়ান প্রদেশের খাংতিং জেলায় অনুষ্ঠিত এই সব অঞ্চলের খাদ্য ও ওষুধপত্র তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের একটি অধিবেশনে অংশগ্রহণকারীরা নকল খাদ্য ও ওষুধপত্র দূরীকরণ সংক্রান্ত একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা , খাদ্য ও ওষুধপত্রের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার ফলপ্রসূতা বাড়ানো এবং সংখ্যালঘু জাতিসমূহ এলাকাগুলোর জনগণের খাদ্য ও ওষুধপত্রের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছেন ।
এই সব অঞ্চলের খাদ্য ও ওষুধপত্রের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই ক্ষেত্রে সহযোগিতার একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে । যাতে নকল খাদ্য ও ওষুধপত্র বিক্রির অভিযোগে মামলা দায়ের করার দায়িত্ব গ্রহণ করা যায় ।(থান ইয়াও খাং)
|