.jpg)
মাও ছুন আন
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছুন আন ১০ আগস্ট বলেছেন, আপাতত চীন ৪০০টিরও বেশি ধরনের খাদ্যের স্বাস্থ্য সম্মত মানদন্ড প্রণয়ন করেছে। তা মোটামুটি খাদ্যের কাঁচামাল, সংযোজনের বস্তু থেকে পণ্যের বিভিন্ন ধরনের স্বাস্থ্যের নিরাপত্তা লক্ষ্যমাত্রা আওতায় এনেছে, খাদ্য উত্পাদন ও বিক্রির নানা পর্যায়ের স্বাস্থ্য সম্মত দিকও নিশ্চিত করেছে।
এ দিন অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে মাও ছুন আন জোর দিয়ে বলেছেন, চীনের খাদ্যের স্বাস্থ্য সম্মত মানদন্ড ব্যবস্থা আন্তর্জাতিক প্রথার সঙ্গে সংগতিপূর্ণ।
তিনি বলেছেন, ভবিষ্যতে চীন বিভিন্ন ধরনের খাদ্যের স্বাস্থ্য মানদন্ডের সুষম ও ঐক্যবদ্ধ দিকটি জোরদার করবে। এর প্রধান কাজ হচ্ছে খাদ্যের রোগ-জীবাণু, বর্জ্য পদার্থ, সংযোজনের বস্তু, খাদ্যের গ্রাহক ও প্যাকিংয়ের উপকরণসহ নানা ক্ষেত্রের মানদন্ড প্রণয়ন ও সংশোধন করা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|