শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফগণ ৯ আগস্ট সকালে সিনচিয়াংয়ের উরুমুচিতে কৌশলগত পরামর্শ করেছেন। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য, চীনা গণ মুক্তি ফৌজের চীফ অব দি জেনারেল স্টাফ লিয়াং কুয়াং লিয়ে এই পরামর্শ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। পরামর্শ শেষে 'শান্তিপূর্ণ দায়িত্ব ২০০৭' নামক যৌথ সন্ত্রাস দমন সামরিক মহড়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ছ'সদস্য দেশের চীফ অব দি জেনারেল স্টাফ আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে শাংহাই সহযোগিতা সংস্থা ভুক্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা সম্পর্কে মত বিনিময় করেছেন।
লিয়াং কুয়াং লিয়ে বলেছেন, এবারের যৌথ সন্ত্রাস দমন সামরিক মহড়া শাংহাই সহযোগিতা সংস্থার নিরাপত্তা সহযোগিতার বিষয়বস্তুকে স্বয়ংসম্পন্ন করা এবং সদস্য দেশের বাহিনীগুলোর নতুন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলার মান উন্নত করার জন্য কল্যাণকর।
অন্য পাঁচটি সদস্য দেশের চীফ অব দি জেনারেল স্টাফবলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে নতুন গুরুত্বপূর্ণ আঞ্চলিকও আন্তর্জাতিক সংস্থা। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থীদের ওপর আঘাত হানা হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থার প্রধান দিক।(পান্না)
|