১০ আগষ্ট পানমুনজমে উত্তর কোরিয়ার গণবাহিনীর প্রতিনিধি দফতরের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে। বিষয়টি উত্তর কোরিয়ার কাছে গ্রহণযোগ্য নয় ।
উত্তর কোরিয়ারকেন্দ্রীয় বার্তা সংস্থা এদিন বলেছে, উত্তর কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে। যাতে উপদ্বীপের শান্তি , জাতীয় পুনর্মিলন এবং ঐক্য বাস্তবায়নের জন্য একটি নতুন পরিস্থিতির সৃষ্টি করা যায়। একই সঙ্গে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধানে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া আয়োজনের ঘোষণা দেয়। এ থেকে বুঝা যায় যে, কোরিয় উপদ্বীপেরশান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ততটা সজাগ দৃষ্টি রাখেনি। কোরিয় উপদ্বীপেরপরমাণু অবিস্তারকরণ বাস্তবায়নের আশাবাদও নেই। (উর্মি)
|