ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র পর্তুগাল ৯ আগস্ট ই'ইউ'র পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে, সুদানের দার্ফুর সমস্যা সংক্রান্ত বিভিন্ন পক্ষের প্রতি শর্তহীনভাবে বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি সুদান সরকার ও সরকার বিরোধী সকল সশস্ত্র সংস্থাকে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের নেতৃত্বাধীন দার্ফুরের রাজনৈতিক প্রক্রিয়ায় পুরোদমে যোগ দেয়ার তাগিদ দিয়েছে।
বিবৃতিতে ত্যানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত দার্ফুর সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলকে স্বাগত জানানো হয়েছে। ই'ইউ মনে করে, এই ফলাফল দার্ফুরের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাতে পরবর্তী আলোচনার জন্য ভিত্তি স্থাপন করা যায়।
আফ্রিকান ইউনিয়ন , জাতিসংঘ এবং সংশ্লিষ্ট দেশসমূহ দার্ফুর সংকট প্রশমিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে তার প্রশংসা করা হয়েছে। (পান্না)
|