বিশ্ব মেধাস্বত্ব সংস্থার ১০ আগস্ট প্রকাশিত বিশ্ব পেটেন্ট দরখাস্তের পরিস্থিতি সংক্রান্ত এক রিপোর্টে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের অধিবাসীদের পেটেন্ট দরখাস্তের পরিমান দ্রুত বাড়ছে। এর মধ্য দিয়ে চীনের উদ্ভাবনী শক্তি ও উদ্ভাবনের মান অব্যাহতভাবে উন্নত করার কথাই প্রকাশিত হয়েছে।
এই রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সালে চীনের অধিবাসীদের পেটেন্ট দরখাস্তের পরিমান ছিল ৯৩ হাজার। ২০০৪ সালের চেয়ে ৪২.১ শতাংশ বেশি। চীনের অধিবাসীরা স্বদেশের পেটেন্ট ব্যুরোয় পেটেন্ট দরপত্র দাখিল করেছে শুধু তাই নয়, বরং বিদেশের পেটেন্ট সংস্থাগুলোর কাছে পেটেন্টের দরপত্রও ইতিবাচকভাবে দাখিল করেছে। এতে চীনের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হওয়ার প্রতিশ্রুতির কথা প্রকাশিত হয়েছে।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থার উপপরিচালক ফ্রান্সিস গারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পেটেন্ট দরখাস্তের পরিমান হচ্ছে উদ্ভাবনের মান প্রকাশের গুরুত্বপূর্ণ সূচক। (পান্না)
|