১০ আগস্ট চীনের শুল্ক ব্যুরোর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে চীনের মূলভুভাগ এবং পাঁচটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারীর সঙ্গে বাণিজ্যিক মূল্য ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।
শুল্ক ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম ৭ মাসে, ই.ইউ. ,যুক্তরাষ্ট্র, জাপান , আসিয়ান এবং হংকং চীনের মূলভুভাগের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারীতে পরিণত হয়েছে । এর মধ্যে চীন ও ই.ইউ.'র দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য ১৯০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা অনুরূপ সময়ের তুলনায় ২৮ শতাংশেরও বেশি ।
(ছাও ইয়ান হুয়া)
|