সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর চীনের ভূট্টা, গম ও ধানের উত্পাদন পরিমাণ বাড়বে ।
চীনের জাতীয় খাদ্যশস্য ও তেল বিষয়ক তথ্য কেন্দ্র প্রকাশিত ২০০৭ সালে চীনের প্রধান খাদ্যশস্য ও তৈল উত্পাদন শস্য চাষের আয়তন ও উত্পাদনের পরিমাণ সম্পর্কিত বিবরণ থেকে জানা গেছে, চলতি বছর ভূট্টা চাষের আয়তন গত বছরের চেয়ে ১০.৮ লাখ হেক্টরেরও বেশি । স্বাভাবিক আবহাওয়ায় চলতি বছর ভূট্টার উত্পাদন পরিমাণ ১৪ কোটি টন হবে বলে অনুমাণ করা হচ্ছে । এর সঙ্গে সঙ্গে গম উত্পাদনের পরিমাণ ১০ কোটিরও বেশি টন, যা গত বছরের তুলনায় ২৫ লাখেরও বেশি টন এবং ধানের উত্পাদন পরিমাণ ১৮ কোটি টন,যা গত বছরের তুলনায় ৩৩ লাখেরও বেশি টন হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|