৯ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক পালাক্রমিক চেয়ারম্যান দেশ ব্রাজাভীল কঙ্গোর স্থায়ী প্রতিনিধি প্যাস্কাল গায়ামা সম্প্রতি অনুষ্ঠিত সুদান দারফুর বিষয়ক আরুশা আন্তর্জাতিক সম্মেলনের সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং বিভিন্ন পক্ষকে বাস্তব তত্পরতার মাধ্যমে দারফুরের রাজনৈতিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে উত্সাহিত করেছেন ।
এদিন সকালে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত সম্মেলনে জাতিসংঘের শান্তি রক্ষী অভিযানের সহকারী মহা-সচিব হেদি আন্নাবি আরুশা সম্মেলন সম্পর্কে রিপোর্ট পড়ে শুনিয়েছে । সম্মেলনের পর গায়ামা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, নিরাপত্তা পরিষদ আরুশা সম্মেলনের বাস্তব সাফল্যকে স্বাগত জানায় এবং সংশ্লিষ্ট পক্ষের বাস্তব তত্পরতার মাধ্যমে দারফুর রাজনৈতিক প্রক্রিয়ার জন্য দেয়া প্রতিশ্রুতিকে প্রমাণ করার আহ্বান জানিয়েছেন । বিশেষ করে বিভিন্ন পক্ষের বিরুদ্ধাচারণ বন্ধ করা উচিত ।
(ছাও ইয়ান হুয়া)
|