v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-10 15:31:19    
তিব্বতের লিন চি অঞ্চলে স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশু পালন শিল্প

cri
    তিব্বতের দক্ষিণ পূর্বে অবস্থিত লিন চি অঞ্চল পরিবেশ সৌন্দর্যপূর্ণ বলে পরিচিত । এই অঞ্চলে মেন পা ও লু পাসহ বিভিন্ন সংখ্যালঘু জাতি বসবাস করে । গত কয়েক বছর ধরে লিন চি অঞ্চলে খাদ্য শস্য উত্পাদনের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি সক্রিয়ভাবে স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশু পালন শিল্প বিকশিত হয়েছে এবং কৃষক ও পশু পালকরা অধিক থেকে অধিকতর স্বচ্ছল হয়ে উঠেছেন ।

    লিন চি জেলার পা ই থানা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে । সবুজ গাছপালায় বেষ্টিত এই থানার জনসংখ্যা ৩০ হাজার । পা ই থানার তিং গা গ্রামের ইয়াং চিং দক্ষ চাষী বলে পরিচিত । তিনি টমেটো , শসা ও বেগুনসহ দশ বারো রকমের শাক-সবজির চাষ করেন । সেজন্য তিনি প্রতি বছর ৬০ থেকে ৭০ হাজার ইউয়ান আয় করেন । শাক-সবজি চাষ প্রসঙ্গে তিনি বলেন ,

    তিনি আগে খাদ্য শস্যের চাষ করতেন । তখন খাদ্য শস্যের উত্পাদন পরিমাণ অল্প ছিল এবং তিনি কম আয় করতেন । ২০০২ সালে তিনি শাক-সবজি চাষ করতে শুরু করেন । আয় ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং পরিবারও স্বচ্ছল হয়ে উঠেছে । তিং গ্রামে ৫০টি কৃষক পরিবার এবং ৪৯ হেক্টর কৃষি জমি আছে । গ্রামের আরেকজন কর্মকর্তা নিমা বলেন , গ্রামে এখন ৪৯টি কৃষক পরিবার চাষাবাদ করে বা পশু পালন করে । এ সব পরিবারে মোট তিরিশটিরও বেশি গাড়ি ও কৃষিকর্মে ব্যবহার্য যন্ত্রপাতি আছে । গ্রামবাসীদের মাথাপিছু বার্ষিক আয় ১০ হাজার ইউয়ানেরও বেশি ।

    গ্রামের কর্মকর্তা নিমা একজন দক্ষ চাষী ও ব্যবসায়ী । গ্রামে তিনি এমন একজন গ্রামবাসী , যিনি আগে ব্যবসা করতেন । গ্রামে তিনিও প্রথমবারের মতো গাড়ি কিনে মাল পরিবহনের ব্যবসা শুরু করেছেন । তিনি আয় করেছেন , নতুন বাসা নির্মাণ করেছেন । তিনি বলেন , বর্তমানে বেশির ভাগ গ্রামবাসীরা কনক্রিটের বাসায় থাকেন । গ্রামবাসীরা স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশু পালন শিল্পের কারণে উপকৃত হয়েছেন ।

    ২০০০ সাল থেকে গ্রামের অধিকাংশ গ্রামবাসী শাক-সবজি চাষ করতে শুরু করেছেন । ২০০৬ সালে গ্রামবাসীদের মাথাপিছু বার্ষিক আয় ১১ হাজার ৯ শো ইউয়ানে দাঁড়িয়েছে । অনুমান করা হচ্ছে , ২০১০ সালে গ্রামবাসীদের মাথাপিছু গড়পড়তা আয় ২০ হাজার ইউয়ানেরও বেশি হবে । তিং গা গ্রাম স্বচ্ছল হয়ে উঠেছে এবং গ্রামবাসীরা অবসর সময়ে আমোদ প্রমোদও করতে পারেন ।

    লিন চি গ্রাম প্রাচুর্যময় কৃষি ও পর্যটনের সম্পদে সমৃদ্ধ । তিং গা গ্রামের উন্নয়ন লিন চি গ্রামের ভবিষ্যতের পরিচায়ক । গত কয়েক বছর ধরে লি চি অঞ্চলে পুরোপুরিভাবে সম্পদের প্রাধান্য কাজে লাগানো হয়েছে এবং ব্যাপকভাবে অর্থকরী বনায়ন , বনৌষধি ও শাক-সবজিসহ স্ববৈশিষ্ট্যসম্পন্ন শিল্প বিকশিত করা হয়েছে । এর পাশাপাশি পশু পালন শিল্প প্রসারিত হয়েছে , স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষিজাত দ্রব্যের রকমারিতা বেড়ে গেছে এবং কৃষকদের আয়ও বৃদ্ধি পেয়েছে । লিন চি অঞ্চলের কৃষি ও পশু পালন ব্যুরোর প্রধান ওয়াং জে বলেন ,

    লিন চি অঞ্চলের একটি কার্যক্রম অনুযায়ী , অঞ্চলের পশ্চিমাংশে পশু পালন শিল্প বিকশিত করা হবে । মধ্যাংশে প্রধানতঃ দূষণমুক্ত শাক-সবজি , বনৌষধি ও উন্নত মানের ফলমূল চাষ করা হবে এবং দক্ষিণ পূর্বাংশে ধানসহ বিবিধ উন্নত মানের খাদ্য শস্য ও শাক-সবজি রোপণ করা হবে । ২০০৬ সালে লিন চি অঞ্চলে কৃষকদের মাথাপিছু বার্ষিক আয় ৩ হাজার ইউয়ানেরও বেশি বৃদ্ধি পেয়েছে ।

    স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি উন্নয়নের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য লিন চি অঞ্চলে স্থানীয় সরকারের পথনির্দেশনায় কৃষক ও পশু পালকরা ব্যবস্থাপনার কাজেও অংশগ্রহণ করেছেন । লিন চি অঞ্চলে কৃষক ও পশু পালকদের কৃষি ও পশু পালন কাজের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী নানা রকম সংগঠন গড়ে তোলা হয়েছে । এগুলি কৃষক ও পশু পালকদের পেশাগত সহযোগিতার সংস্থা । কৃষি ও পশু পালন শিল্পের বিশেষ প্রকল্পগুলোকে কেন্দ্র করে কৃষিকে সাহায্যের অর্থ উপযুক্ত কাজে লাগিয়ে কৃষি ও পশু পালন শিল্পের উন্নয়নকে সহায়তা করা হয়েছে । এ পর্যন্ত মি লিন ও ছাই ইয়্যুসহ দশ বারোটি খামার গড়ে তোলা হয়েছে । এ সব খামারে কৃষি ও পশু পালন শিল্পায়নের বৈশিষ্ট্য ফুটে উঠেছে । লিন চি জেলার কৃষি ও পশু পালন ব্যুরোর প্রধান ওয়াং জে বলেন ,

    গত কয়েক বছর ধরে স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি উন্নয়নের পাশাপাশি লিন চি অঞ্চলে অঞ্চল ও সম্পদের প্রাধান্যকে কাজে লাগিয়ে সর্বাগ্রে পুঁজি বিনিয়োগ ও অর্থনীতি উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে । ফলে জনসাধারণের আয় বাড়ানো ও শিল্পের কাঠামোর পুনর্গঠনকে কেন্দ্র করে অব্যাহতভাবে কৃষি ও পশু পালন এলাকা এবং কৃষক ও পশু পালকদের উন্নয়নের ক্ষমতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চালানো হয়েছে ।

    এখন লিন চি অঞ্চলে পশু ও হাঁস-মুর্গী পালন এবং দূষণমুক্ত শাক-সবজি ও ফলমূল চাষসহ বিপুল সংখ্যক কৃষি ও পশু পালন বিষয়ক বৈজ্ঞানিক প্রযুক্তি কৃষক ও পশু পালকদের উত্পাদনে ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে । এতে আঞ্চলিক বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি উত্পাদনের মান ক্রমাগতভাবে উন্নত হয়েছে । গত বছর সমগ্র অঞ্চলে কৃষি ও পশু পালন বিষয়ক বিশেষ বিশেষ প্রকল্প চালু হওয়ার পর ৩ হাজার ৯ শো কৃষক পরিবারের ২২ হাজার জন উপকৃত হয়েছে । স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশু পালন শিল্প বিকশিত হওয়ার পাশাপাশি লিন চি অঞ্চলের বিভিন্ন জাতির জনসাধারণ অবশ্যই অধিক থেকে অধিকতর স্বচ্ছল হয়ে উঠবে ।