শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন সংস্কার কমিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মধ্য-পশ্চিমাঞ্চলের গ্রামের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ডর্মিটরি পুননির্মাণ প্রকল্প সম্পর্কিত সম্মেলন সূত্রে জানা গেছে, আগামী চার বছরের মধ্যে চীন মধ্য-পশ্চিমাঞ্চলের গ্রামীণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ডর্মিটরি পুননির্মাণের জন্যে মোট ১০ বিলিয়ন ইউয়ান রেনমিপি বরাদ্দ করবে।
*গণ প্রশাসনিক দফতরের উপ-মহাপরিচালক লি লিকুও সম্প্রতি চীনের সরকারী ইন্টারনেটকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চলতি বছরের জুন মাস পর্যন্ত সারা দেশের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্র-শাসিত মহানগরও গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবন-যাপনের সুনিশ্চিত ব্যবস্থাপনা নির্মিত হয়েছে এবং ২ কোটি ৬ লাখ ৮০ হাজার লোক এতে উপকৃত হয়েছেন।
লি লিকুও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ষষ্ঠদশ জাতীয় গণ কংগ্রসে গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিতকরণ ব্যবস্থা নির্মাণের দাবি উত্থাপিত হয়েছে। ষষ্ঠদশ জাতীয় গণ কংগ্রসের পর কিছু প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্র-শাসিত মহানগর স্থানীয় অর্থনীতির উন্নয়নের মান অনুসারে যথাক্রমে গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিত ব্যবস্থা নির্মাণ করেছে।
তিনি আরো বলেন, বর্তমানের পরিস্থিতি দেখা গেছে যে, সকল দরিদ্র গ্রামীণ অধিবাসীদগ্রামাঞ্চলের সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিত করা সংক্রান্ত ব্যবস্থার আওতায় আনা এই লক্ষ্য এ বছরের শেষ নাগাদ বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, সারা দেশে গ্রামাঞ্চলের সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিত ব্যবস্থা নির্মাণের লক্ষ্যবস্তু হলো স্থিতিশীলভাবে, স্থায়ীভাবে এবং কার্যকরভাবে গ্রামীণ লোকের সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিত করা।
|