v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-10 14:41:05    
চাওয়া পাওয়া ( ৩ জুন )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে আপনাদের পছন্দের গানগুলো শুনবো।

    বাংলাদেশের শেরপুর জেলার যোগানিয়া( পূর্বপাড়া)গ্রামের মো: সুমন মিয়া আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের কন্ঠে "ঘুমিয়ে থাকো সজনী ফুলেরই বিছানায়"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখিত, আপনার পছন্দের গানটি আমার হাতে নেই। তাই এখন আমার সঙ্গে এন্ড্রু কিশোরের গাওয়া আরেকটি গান শুনবেন। গানের নাম ভেঙ্গেঁছি পিঞ্জর।

    বাংলাদেশের ঢাকার শেরপুর জেলার নালিতা বাড়ী থানার গুলাপ বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক মো: রাজ্জাক তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের কাছে চাওয়া পাওয়াতে শিল্পী রথীন্দ্র নাথ রায়"এর কন্ঠে "খোদার ঘরে নালিশ করতে"নামক গানটি শুনতে চাই। আশা করি গানটি প্রচার করবেন। প্রিয় বন্ধু, আপনার এই অনুরোধ এখন পূরণ করছি। সবাই মিলে গানটি শোনা যাক।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি.জামান সিদ্দিকী আমাদের অনুষ্ঠানে আব্দুল আলীমের গাওয়া "সকাল বেলা আমীর যে ভাই ফকির সন্ধ্যা বেলায়" গানটি শুনতে চেয়েছেন। কিন্তু খুব দুঃখিত, গানটি আমাদের কাছে নেই। তাই এখন আমি আব্দুল আলীমের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "হলুদীয়া পাখি"। আশা করি সবাই গানটি পছন্দ করবেন।

    ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার সুমনা ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের ডা: তারক মজুমদার আমাদের চাওয়া পাওয়াতে কিশোর কুমারের কন্ঠে যে কোন একটি রবীন্দ্র সঙ্গীত শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার চাওয়া পূরণ করছি। "আমার বেলা যে যায়" কিশোর কুমারের কন্ঠে রবীন্দ্র সঙ্গীতটি শুনবেন।

    বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের ফালগুনী রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক সুলতান মাহমুদ ফাগুন আমাদের অনুষ্ঠানে শিল্পী পলাশের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি "আকাশের নদী আছে" গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। আবার কথা হবে আগামী সপ্তাহে।