৯ আগস্ট পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , পাকিস্তানের ক্ষমতাসীন পার্টি-মুসলিম লীগের চেয়ারম্যান চৌধুরী সুজাত হুসেন এ দিন ইসলামাবাদে বলেছেন , পাকিস্তান দেশজুড়ে জরুরী অবস্থা জারি করবে না । এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পাকিস্তান তথাকথিত জরুরী অবস্থায় প্রবেশ করার কথা বিবেচনা করছেন বলে যে খবর বেরিয়েছে , তা ভিত্তিহীন ।
পাকিস্তানের একজন উর্ধ্বতন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে এপিপি'র খবরে প্রকাশ , মুশাররফ পাকিস্তানে অবাধ , ন্যায্য ও স্বচ্ছ সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষপাতী এবং সাধারণ নির্বাচনের বিরোধীতার যে কোন তত্পরতার পরিপন্থী । সুতরাং তিনি মনে করেন , পাকিস্তানে যে জরুরী অবস্থা জারি করা হবে , সে ব্যাপারে কোন যুক্তি নেই । (থান ইয়াও খাং)
|