৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র এক বছর বাকী । এ উপলক্ষে হংকং ও ম্যাকাওয়ে এক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
৮ আগস্ট রাতে হংকংয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান চেন ইং ছুয়ান , হংকংস্থ চীনের কেন্দ্রীয় সরকারের কার্যালয়ের মহাপরিচালক কাও ছি রেন , চীনের হংকং ক্রীড়া সমিতি ও অলিম্পিক কমিটির চেয়ারম্যান হো চেং থিংসহ কয়েক শো বিশিষ্ট অতিথি এবং হংকংয়ের ক্রীড়াবিদদের প্রতিনিধিগণ , কিশোর- কিশোরী ও শিল্পীরা উপস্থিত ছিলেন ।
এ দিন ম্যাকাওয়েও একটি বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে । অনুষ্ঠানে চীনের মূলভূভাগ এবং ম্যাকাওয়ের ক্রীড়াবিদ ও শিল্পীরা বৈচিত্র্যময় সংগীত ও নৃত্যনাট্য পরিবেশন করেছেন । (থান ইয়াও খাং )
|